তবে ঘরের মাঠ দ্বিতীয় কোয়ালিফায়ার হলেও সিএসেকের একটা হার অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। আর ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল ষষ্ঠবার ট্রফি জয়ের যুযোগের এত কাছে এসে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালো করেই জানে গুজরাত। সবথেকে বড় শক্তি মুন্বইয়ের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতায়। তাই চেন্নাই ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘরের মাঠে সেরা ক্রিকেট উপহার দিতে বদ্ধপরিকর হার্দিক ব্রিগেড।
advertisement
গুজরাত দলের ব্যাটিং চেন্নাই ম্যাচে ক্লিক না করলেও শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, বিজয় শংকররা রানের মধ্যে রয়েছে। সিএসকে ম্যাচকে একটা খারাপ দিন হিসেবেই দেখতে চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাশাপাশি বোলিংয়ে দলকে ভরসা দিচ্ছে ন মহম্মদ শামি, রাশিদ খান, নুর আহমেদরা। সঙ্গে রয়েছে মোহিত শর্মাও। সব মিলিয়ে টানা দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে রোহিতের দলকে চ্যালেঞ্জ দিতে তৈরি গুজরাত।
অপরদিকে, প্রতিযোগিতার শেষে এসে স্পিড বাড়িয়েছে মু্ম্বইও। লখনউয়ের বিরুদ্ধে একতরফা জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ষষ্ঠ ট্রফি জয় থেকে আর দু ধাপ দুরে মুম্বই। এখান থেকে কোনওভাবে সেই সুযোগ হাতছাড়া করতে নারাজা রোহিত শর্মার দল। যে ধারাবাহিকতা ও দলের সঠিক কম্বিনেশনের অভাবে ভুগছিল মুম্বই তা শেষ লগ্নে এসে পেয়ে গিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা।
মুম্বই দলের ব্যাটিংয়ে রোহিত শর্মা ও ইশান কিশান নিজের সেরা ফর্মে না থাকলেও ব্যাটে আগুন ঝরাচ্ছেন সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, তিলক ভর্মারা। শেষে প্রাক্তনী পোলার্ডের কাজটা করছেন টিম ডেভিড। বোলিংয়ে আকাশ মাধওয়াল বড় অস্ত্র হয়ে উঠেছে রোহিতের। পীযুষ চাওলাও ছন্দে রয়েছেন। এছাড়া দলগতভাবে বোলিং করছেন জেসন বেহরনড্রফ, ক্যামেরন গ্রিন, ঋত্ত্বিক শকিন, ক্রিস জর্ডানরা। ফাইনালে আরও একবার সিএসকের মুখোমুখি হতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুনঃ Viral News: CRICKET-এর ফুল ফর্ম কী, কেন এই খেলাকে জেন্টালম্যানস গেম বলা হয়
আরও পড়ুনঃ WTC Final 2023: শুরু লাল বলে ‘বিশ্বযুদ্ধের’ মহড়া, ইংল্যান্ডে গিয়েই চমক দিল টিম ইন্ডিয়া
খাতায় কলমে বিচার করলে দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। দুই দলের ব্যাটিং বিভাগের শক্তির বিচার করলে কিছুটা এগিয়ে রোহিত শর্মা দল। তবে বোলিং অ্যাটাকের তুলনা করলে শামি, রাশিদ, নুর, মোহিত সমৃদ্ধ গুজরাতের বোলিং অ্যাটাককে মুম্বইয়ের থেকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আহমেদাবাদে হার্দিকদের ঘরের মাঠে হলেও ম্যাচ ৫০-৫০। আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।