পয়লা বৈশাখ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালেই ভিডিও শেয়ার করে সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফে। সেই ভিডিওতে দেখা যায় কেকেআর অধিনায়ক নীতিশ রানা, এবার আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়রকে। সকলেই হাত জোর করে বাংলায় ফ্যানেদের ও গোটা বাংলাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান।
advertisement
এরপর আরও একটি ভিডিও সামনে এসে যেখানে কেকেআর তারকাদের জন্য এলাহি ভুরিভোজের আয়োজন করা হয়। অবশ্যই সব বাঙালি পদ। মধ্যাহ্ন ভোজে কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খান সকল নাইটরা। ভিডিওতে দেখা যায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর সহ অন্যান্যদের। প্রথমে সকলের কাছে জানতে চাওয়া কে কোন খাবার খেতে চান। কেউ বলেন চিংড়ির মালাইকারি, কেউ বলেন কষা মাংস আবার কেউ বলেন ভেটকির পাতুরি।
তবে ভিডিওতে দেখা যায় যে কোনও একটি পদ নয়, কেকেআর প্লেয়ারদের জন্য স্পেশাল বাঙালি থালির আয়োজন করা হয়েছে। নাইটদের মেনুতে ছিল সাদা ভাত, লুচি, মুগ ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, স্যালাড, শুক্তো, নিরামিষ তরকারি, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, মুরগির ঝোল, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই। এমন সুস্বাদু খাবার চেটে-পুটে উপভোগ করেন কেকেআর প্লেয়াররা।