প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শ্রেয়স আইয়রের দল প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ক্রিকেটে নন্দন কাননে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
advertisement
এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৩-এ কেকেআর-এর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি- ১ এপ্রিল কেকেআর বনাম পঞ্জাব কিংস (মোহালি, ৩টে ৩০), ৬ এপ্রিল কেকেআর বনাম আরসিবি (কলকাতা, ৭টা ৩০), ৯ এপ্রিল কেকেআর বনাম গুজরাট টাইটানস (আমদাবাদ, ৩টে ৩০), ১৪ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, ৭টা ৩০), ১৬ এপ্রিল কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, ৩টে ৩০), ২০ এপ্রিল কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, ৭টা ৩০), ২৩ এপ্রিল কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, ৭টা ৩০), ২৬ এপ্রিল কেকেআর বনাম আরসিবি (বেঙ্গালুরু, ৭টা ৩০), ২৯ এপ্রিল কেকেআর বনাম গুজরাট টাইটানস (কলকাতা, ৩টে ৩০), ৪ মে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবা (হায়দরাবাদ, ৭টা ৩০), ৮ মে কেকেআর বনাম পঞ্জাব কিংস (কলকাতা, ৭টা ৩০), ১১ মে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, ৭টা ৩০), ১৪ মে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, ৭টা ৩০), ২০ মে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, ৭টা ৩০)।
আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এও ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ'-তে রয়েছে– মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। অপরদিকে গ্রুপ 'বি'তে রয়েছে – চেন্নাই সুপার কিংস, পঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস। ১০টি দল হলেও এবারের আইপিএল খেলা হবে মোট ১২টি মাঠে। এই ১২টি মাঠ হল— আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালা।
এবারের আইপিএলের গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচ হবে। ৩১ মার্চ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর ২১ মে হবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। মুখোমুখি হবে আরিসিবি ও গুজরাট। গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের মধ্যে মোট ১৮টি ডবল হেডার রয়েছে। এছাড়া আইপিএল পূর্বের ন্যায় প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির শহরে ফেরায় প্রতি দলকে ৭টি করে হোম ম্যাচ ও ৭টি করে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ফাইনাল হবে ২৮ মে।