সোমবারের উত্তেজক ও বিতর্কিত ম্যাচের পর মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি শেয়ার করেন বিরাট কোহলি। যাতে লেখা, 'আমরা যা শুনি তা সত্য নয়, মতামত। আমরা যা দেখি তা সত্য নয়, দৃষ্টিকোণ'।এর নিচে মার্কাস অস্ট্রালিসের নামও লিখেছেন বিরাট। অর্থাৎ এর থেকে প্রমাণিত উক্তিটি প্রাক্তন রোমান সম্রাট মার্কাসের। এর পাশাপাশি ইনস্টাগ্রামে নিজের ডিপিও বদল করেছেন বিরাট কোহলি। নতুন ডিপিতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে চা উপভোগ করতে দেখা যায় কোহলিকে।
advertisement
আরও পড়ুনঃ Kohli vs Gambhir: শুধু কোহলি-গম্ভীর 'যুদ্ধ' নয়, আরও ২ লখনউ ক্রিকেটারের সঙ্গে তুমুল বিবাদ বিরাটের
কিন্তু অনেকেই মনে করছেন বিরাট কোহলির এই রহস্যময় উক্তির কারণ, সোমবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অনেকেই মনে করছেন বিরাট কোহলিই ঝামেলা শুরু করেছেন। কিন্তু কোহলি মাঠেও বোঝানোর চেষ্টা করেছেন ঝামেলা প্রথমে তিনি শুরু করেননি। প্রথমে নবীন উল হক ঝামেলা শুরু করছিলেন। শেষেও গম্ভীরের সঙ্গে ঝামেলাতেও তার কোনও দোষ নেই বলে বোঝানোর চেষ্টা করেছেন কোহলি। সেটা বোঝাতেই 'আমরা যা শুনি তা সত্য নয়, মতামত। আমরা যা দেখি তা সত্য নয়, দৃষ্টিকোণ' বিরাট কোহলির এমন পোস্ট বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।