গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে দুজনের সঙ্গেই ভারতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করেছেন যুবরাজ সিং। দুজনের সঙ্গেই যুবির সম্পর্ক ভালো। তাই কোহলি-গম্ভীরের মধ্যেকার আগুন ঠান্ডা করতে একটি মজার উপায় বলেছেন যুবরাজ সিং। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছে যুবরাজ। সেই পোস্টে একটি কোল্ড ড্রিঙ্কস কোম্পানির নাম করে বলেছেন, এই কোম্পানি চাইলে কোহলি ও গম্ভীরের বিবাদ মেটাতে পারে। যুবরাজ সিং লিখেছেন,”আমার মনে হয় এই সংস্থা গোতি (গৌতম গম্ভীর) ও চিকু (বিরাট কোহলি)-কে বিজ্ঞাপনের জন্য সই করানো। তাহলে দুজনের মাথা ঠাণ্ডা থাকবে। বন্ধুরা তোমরা কী বল?”
advertisement
আরও পড়ুনঃ KKR: এখনও কীভাবে প্লে অফে পৌছতে পারে কেকেআর, কী বলছে অঙ্ক ও সমীকরণ, রইল তথ্য
প্রসঙ্গত, ইতিমধ্যেই আরসিবি ও এলএসডি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।