শেষ দুটি ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। ব্যাটিং ও বোলিং লাইনও শেষ দুটি ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। রানের মধ্যে জেসন রয়, নীতিশ রানাারা। গত ম্যাচে বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছে আন্দ্রে রাসেলকেও। দলকে প্লে অফের তোলার প্রতিজ্ঞাও করেছেন ক্যারিবিয়ান তারকা। তবে রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়রের ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে রাজস্থানের বিরুদ্ধে সেরাটা দিতে প্রস্তুত কেকেআর ব্যাটিং লাইন।
advertisement
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবথেকে কঠিন পরীক্ষা হতে চলেছে কেকেআর বোলিং লাইনের। কারণ প্রতিপক্ষ দলে রয়েছে জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়ালদের মত নাম। ,কবে শেষ দুই ম্যাচে কেকেআর বোলিং লাইন যেভাবে পারফর্ম করেছেন তাতে রাজস্থান চ্যালেঞ্জ নিতে তৈরি নাইট বোলিং অ্যটাক। ছন্দে রয়েছেন বৈভব অরোরা, হর্ষিত রানারা। রাসেলও উইকেট নিচ্ছেন। সবথেকে বড় বিষয় বরুণ চক্রবর্তীর স্পিনের ভেলকি। যা এবার খুব কাজ করছে। সঙ্গে রয়েছে নারিন ও সূয়াশ শর্মারা। সব মিলিয়ে ২ পয়েন্টেক পেতে বদ্ধপরিকর কেকেআর।
আরও পড়ুনঃ Rinku Singh: শুধু ক্রিকেট প্রতিভা নয়, রিঙ্কু ম্যাচ জেতাচ্ছেন আরও এক ‘অস্ত্রের’ জোরে
অপরদিকে, মরসুমের শুরুটা ভালো করলেও শেষে ৫টি ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। লিগ টেবিলে শীর্ষ স্থান থেকে নামতে নামতে বর্তমানে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যালসরা। যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসনরা রানের মধ্যে থাকলেও রাজস্থানের বড় সমস্যা হচ্ছে বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। বিশেষ করে পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। অশ্বিন ও চাহলা ভালো বোলিং করলেও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১৪ রান করেও হারতে হয় রাজস্থানকে। প্লে অফের পৌছতে হলে জয় ছাড়া গতি নেই রাজস্থানের।