TRENDING:

KKR vs RR: রাজস্থানকে কেকেআর হারাতে পারলেই বড় সুযোগ, ঘরের মাঠে তৈরি নাইটদের মাস্টারপ্ল্যান

Last Updated:

KKR vs RR: বৃহসস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জয় ছাড়া গতি নেই দুই দলের কাছেই। শেষ ২ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরপর দুটি ম্যাচ জিতে প্লে ওফে ওঠার দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে বৃহস্পতিবার নাইটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। প্রতিযোগিতার বাকি সব ম্যাচই ডু অর ডাই কেকেআরের কাছে। বর্তমানে লিগ টেবিলে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। আজ জিততে পারলেই তৃতীয় স্থানে যাওয়ার সুযোগ রয়েছে নীতিশ রানার দলের কাছে। সানরাইজার্স ও পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর এবার ইডেন গার্ডেন্সে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে নামছে কেকেআর।
advertisement

শেষ দুটি ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। ব্যাটিং ও বোলিং লাইনও শেষ দুটি ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। রানের মধ্যে জেসন রয়, নীতিশ রানাারা। গত ম্যাচে বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছে আন্দ্রে রাসেলকেও। দলকে প্লে অফের তোলার প্রতিজ্ঞাও করেছেন ক্যারিবিয়ান তারকা। তবে রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়রের ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে রাজস্থানের বিরুদ্ধে সেরাটা দিতে প্রস্তুত কেকেআর ব্যাটিং লাইন।

advertisement

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবথেকে কঠিন পরীক্ষা হতে চলেছে কেকেআর বোলিং লাইনের। কারণ প্রতিপক্ষ দলে রয়েছে জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়ালদের মত নাম। ,কবে শেষ দুই ম্যাচে কেকেআর বোলিং লাইন যেভাবে পারফর্ম করেছেন তাতে রাজস্থান চ্যালেঞ্জ নিতে তৈরি নাইট বোলিং অ্যটাক। ছন্দে রয়েছেন বৈভব অরোরা, হর্ষিত রানারা। রাসেলও উইকেট নিচ্ছেন। সবথেকে বড় বিষয় বরুণ চক্রবর্তীর স্পিনের ভেলকি। যা এবার খুব কাজ করছে। সঙ্গে রয়েছে নারিন ও সূয়াশ শর্মারা। সব মিলিয়ে ২ পয়েন্টেক পেতে বদ্ধপরিকর কেকেআর।

advertisement

আরও পড়ুনঃ Rinku Singh: শুধু ক্রিকেট প্রতিভা নয়, রিঙ্কু ম্যাচ জেতাচ্ছেন আরও এক ‘অস্ত্রের’ জোরে

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অপরদিকে, মরসুমের শুরুটা ভালো করলেও শেষে ৫টি ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। লিগ টেবিলে শীর্ষ স্থান থেকে নামতে নামতে বর্তমানে ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যালসরা। যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসনরা রানের মধ্যে থাকলেও রাজস্থানের বড় সমস্যা হচ্ছে বোলিং অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। বিশেষ করে পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। অশ্বিন ও চাহলা ভালো বোলিং করলেও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১৪ রান করেও হারতে হয় রাজস্থানকে। প্লে অফের পৌছতে হলে জয় ছাড়া গতি নেই রাজস্থানের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: রাজস্থানকে কেকেআর হারাতে পারলেই বড় সুযোগ, ঘরের মাঠে তৈরি নাইটদের মাস্টারপ্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল