২০২১ সালের আইপিএল নিলামের একেবারে শেষ লগ্নে অর্জুন তেন্ডুলকরকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতেই সচিন-পুত্রকে কিনেছিল মুম্বই। বাঁ হাতে পেস বোলিং করার পাশাপাশি ব্যাটের হাতও ভালো অর্জুনের। তখন থেকেই মুম্বই দলের সঙ্গে রয়েছেন তিনি। ২০২২ মেগা নিলামে অর্জুনকে ছাড়লেও ফের নিলামে কিনে নেয় মুম্বই। তবে খরচ করতে হয় ৩০ লক্ষ টাকা। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ৩ বছর ধরে। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। অবশেষে ১৬ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে মু্ম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্নপূরণ হল অর্জুন তেন্ডুলকরের।
advertisement
কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদে অর্জুন তেন্ডুলকরের নাম ঘোষণা হতেই তেন্ডুলকর ধ্বনি শোনা যায় গোটা ওয়াংখেড়ে জুড়ে। মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর সচিন তেন্ডুলকর। বাবার সামনেই অভিষেক হয় অর্জুনের। মাঠে ভাইয়ের খেলা দেখতে উপস্থিত রযেছেন সারা তেন্ডুলকরও। আইপিএলের প্রথম ওভারে ভালো বোলিংও করেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্জুন। উইকেট না পেলেও চাপের মুহূর্তে অর্জুনের প্রথম ওভারের প্রশংসা করেন সকলেই।