আসলে আজ কেকেআরের বিরুদ্ধে নিজেদের জার্সি পরে নামবে না মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত-সূর্যরা আজ খেলতে নামবে তাদের মহিলা দলের জার্সি পরে। যেহেতু হরমনপ্রীত কউর মহিলা দলের অধিনায়ক, তাই তাঁর জার্সি হয়তো পরবেন রোহিত শর্মা। বাকিদেরও দেখা যেতে পারে একইভাবে। আসলে প্রতি বছরই আইপিএল চলাকালীন ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’-এর প্রচার কোনও না কোনও অভিনব উদ্যোগ নিয়ে থাকে রিলায়েন্স ফাউন্ডেশন। সেই কারণেই কেকেআরের বিরুদ্ধে জার্সি বদল করছে রোহিতরা।
advertisement
নারীদের শিক্ষা থেকে খেলাধুলা সবকিছুতেউ সমান অধিকার, সমান সুযোগ, সমাম সম্মানের জন্যই এই উদ্যোগ রিলায়েন্স ফাউন্ডেশনের। মহিলাদের অনুপ্রাণিত করার জন্যই আজ মহিলা দলের জার্সি পরে মাঠে নামবে ছেলেদের দল। শুধু তাই নয়, এদিন মাঠে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন ১৯ হাজারেপ বেশী ছাত্রী। এই উদ্যোগকে সামনে রেখে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
আরও পড়ুনঃ IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি 'নেশা', দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী
আরও পড়ুনঃ KKR vs MI: অনিশ্চিৎ রাসেল! দলে বড় পরিবর্তন? মুম্বই ম্যাচে মহাচমক দিতে পারে কেকেআর
সেই ভিডিওতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স পুরুষ দলের হেড কোচ মার্ক বাউচার, মহিলা দলের বোলিং কোচ বাংলার ঝুলন গোস্বামীকে। তারা সকলেই এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কুর্নিশ জানিয়েছে। এমন পদক্ষেপ শিক্ষা থেকে খেলাধুলা সকল ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছে বাউচার, ঝুলনরা। এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি মুম্বই ইন্ডিয়ান্স দলও।