এমনিতেই মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই পরিসংখ্যান আরও খারাপ। সেই ওয়াংখেড়েতেই আজ কেকেআর বনাম মুম্বই দ্বৈরথ। সানরাইজার্সের বিরুদ্ধে হার কেকেআরের বেশ কয়েকটি বিষয় নিয়ে চিন্তা বাড়িয়েছে। একদিকে যেমন দলের ওপেনিং জুটি এখনও পর্যন্ত ক্লিক করেনি। যা কেকেআরের দীর্ঘ দিনের সমস্যা। অপরদিকে, আন্দ্রে রাসেলের ফর্ম ও চোট সমস্যা। আজকের ম্যাচে খেলবেন কিনা এখনও নিশ্চিৎ নয়। দলের পেস অ্যাটাকের ধারাবাহিকতার অভাব। এই বিষয়গুলি চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
advertisement
হায়দরাবাদ ম্যাচ হারের পর মাঝে শুধু একটা দিন সময় পেয়েছে কেকেআর। তাও আবার পয়লা বৈশাখ। উৎসব ও ভুরিভোজ সেরে মুম্বই পারি দেয় নাইটরা। ফলে অনুশীলনের সময় খুব একটা পাওয়া যায়নি। তবে যে প্লাস পয়েন্টগুলি রয়েছে কেকেআরের তা হল তৃতীয় ম্যাচ হারলেও পরপর তিনটি ম্যাচে দুশোের উপর রান করেছে কেকেআর। ছন্দে রয়েছেন নীতিশ রানা, রিঙ্কু সিংরা। দলের স্পিন অ্যাটাকই ঠিকঠাক পারফর্ম করছে। ফলে দলগত শক্তি ও স্পিন অ্যাটাকের শক্তিতেই মুম্বই বধের ছক কষছেন চন্দ্রকান্ত পণ্ডিত।
অপরদিকে, গত মরসুমের পর এবারও শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম দুটি ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে মুম্বই। তবে মুম্বইয়ের পক্ষে ভালো দিক গত ম্যাচে রানে ফিরেছে রোহিত শর্মা ও ইশান কিশান। দারুণ ফর্মে রয়েছেন তিলক ভার্মা, টিম ডেভিডরা। তবে সূর্যকুমার যাদবকে এখনও ছন্দে পাওয়া যায়নি। তার মধ্যে এই ম্যাচে পাওয়া যাবে না জোফ্রা আর্চারকে। সেই জায়গায় পেস বিভাগের দায়িত্ব সামলাবেন জেসন বেহরেনডর্ফ এবং রিলি মেরেডিথকে। স্পিন বিভাগে পীযূষ চাওলা। সব মিলিয়ে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে বালো রেকর্ড ধরে রাখতে বদ্ধপরিকর এমআই।
আরও পড়ুনঃ IPL Cheerleaders: রূপের আগুনে হবেন পুড়ে ছারখার, আইপিএল চিয়ারলিডারদের ১০টি সেরা ছবি ও অজানা তথ্য
তবে এবারের আইপিএলে দুই দলের ফর্ম ও শক্তি বিচার করলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে। তবে ওয়াংখেড়ে মুম্বইয়ের কাছে খুবই পয়া মাঠ সেটাও মাথায় রাখতে হবে। দুপুরের খেলা হওয়ায় টস খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। হোম অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্স পেলেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে কেকেআর।