টসের সময় চমক দেখা যায়। রোহিত শর্মার বদলে টস করতে আসেন সূর্যকুমার যাদব। শরীর খারাপ থাকায় রোহিতকে প্রথম একাদশে রাখা হয়নি। তবে পরিবর্ত হিসেবে তাঁর নাম রয়েছে। অর্থাৎ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে হিটম্যানকে। একইসঙ্গে সব থেকে বড় খবর হল এই ম্যাচে আইপিএল অভিষেক হতে চলেছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের। মুম্বই জার্সিতে প্রথমবার দেখা যাবে জুনিয়র তেন্ডুলকরকে।
advertisement
ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। টস জিতে ঘরের মাঠ ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে সেই মত রান তাড়া করার রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত। তবে টস হেরে খুব একটা হতাশ নন নীতিশ রানা। টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন বলে জানান নীতিশ রানা। বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে কেকেআর।
প্রসঙ্গত, এবারের আইপিএলে দুই দলের ফর্ম ও শক্তি বিচার করলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে। তবে ওয়াংখেড়ে মুম্বইয়ের কাছে খুবই পয়া মাঠ সেটাও মাথায় রাখতে হবে। দুপুরের খেলা হওয়ায় টস খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে। হোম অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্স পেলেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে কেকেআর।