সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন একদল দর্শকদের মধ্যে তুমুল মারামারি চলছে। ভিডিওতে কিছু ফ্যানেদের হাতে দিল্লি ক্যাপিটালসের পতাকা দেখা যায়। স্টেডিয়ামের ভিতরে মোট ৫-৬ জন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। চর, কিল, লাথি, ঘুষি বাদ যাচ্ছে না কোনও কিছুই। ওই গ্রুপের সংঘর্ষের কারণে খেলা দেখায় ব্যাঘাত ঘটে অন্যান্য দেরও। পরে কয়েক জন দর্শক ও নিরাপত্তীরক্ষী এসে পরিস্থিতি নিয়ন্ত্রমে আনে। স্টেডিয়ামের ভিতরে কী কারণে এই কুৎসিত ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ Rohit Sharma Birthday: জন্মদিনে রোহিতকে আদরে ভরিয়ে দিলেন রীতিকা, ভাইরাল ছবি ও স্পেশাল ম্যাসেজ
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৯ রানে জয় পেয়েছে। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ব উইকেট হারিয়ে ১৯৭ রান করে সানরাইজার্স। সর্বেচ্চ ৬৭ রান করে অভিষেক শর্মা। এছাড়া ৫৩ রান করেন হেনরিক ক্লাসেন। রান তাড়া করতে নেমে মিচেল মার্শ ৬৩ ও পিল সল্ট ৫৯ রানের ইনিস খেললেও ম্যাচ জিততে পারেনি দিল্লি । অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ করে দিল্লি । ম্যাচে মিচেল মার্শ ৬৩ রান ও ৪ উইকেট নিলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ যায়।
