TRENDING:

KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য

Last Updated:

KKR: প্রথমে যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকি তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডব। দুইয়ের সৌজন্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার কলকাতা নাইটরাইডার্সের। যার ফলে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ কেকেআরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার ৯ উইকেটে হারের পর একেবারে ভেঙে পড়েছে কেকেআর টিম থেকে সমর্থকরা। এদিন রাজস্থানের বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। এই হারের পর কেকেআর প্লেয়ারদের প্লে-অফে ওঠার রাস্তা পুরোপুরি শেষ হয়ে গেল না এখন ও রয়েছে কোনও আশা। কী বলছে সমীককণ ও অঙ্কের হিসেব। তা নিয়েই রইল বিস্তারিত আলোচনা।
advertisement

প্লে অফের টিকিট পাকা করতে গেলে কেকেআরের শেষ সবকটি ম্যাচই ছিল ডু অর ডাই। সেখানে ঘরের মাঠে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে কলকাতা নাইটরাইডার্সকে। এই হারের ফলে কেকেআরের প্লে অফে ওঠার রাস্তা কার্যত শেষ বলেই মনে করা হচ্ছে।

কিন্তু যদি খাতায় কলমে দেখা যায় তাহলে এখনও কেকেআরের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেই অঙ্কটা অনেকটাই জটিল এবং তা মেলানো খুবই কঠিন। প্রথম কেকেআরকে তাদের শেষ দুটি ম্যাচ ভালো রানরেটের সঙ্গে জিততে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচগুলির ফলাফলের দিকে।

advertisement

কেকেআরের শেষ দুটি ম্যাচ কেকেআরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ও লখনউয়ের বিরুদ্ধে হোম ম্যাচ। এই ম্যাচ দুটি জেতার পাশাপাশি লখনউ সুপার জায়ান্টস যেন তাদের শেষ সবকটি ম্যাচে হেরে যায়। কেকেআর ছাড়া এলএসজির ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এলএসজি তাদের শেষ ৩টি ম্যাচ হারলে একটা আশা তৈরি হতে পারে কেকেআরের।

advertisement

আরও পড়ুনঃ KKR vs RR: নীতিশ রানাই আসল ভিলেন! নাকি কেকেআরের হারের পিছনে রয়েছে অন্য কারণ

এখানেই শেষ নয় কেকেআরের প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে মুম্বই, গুজরাত এবং চেন্নাইকে তাদের সব ম্যাচ জিততে হবে। তবে সমস্যা একটি খেলা রয়েছে গুজরাত ও মুম্বইয়ের মধ্যেই। প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে লখনউ, মুম্বই, আরসিবি, রাজস্থান। এই দলগুলিকেও নিজেদের ম্যাচ হারতে হবে। কিন্তু বেঙ্গালুরুর ম্যাচ বাকি রাজস্থানের বিরুদ্ধেই।

advertisement

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি, কেএল রাহুলের রেকর্ড ভেঙে ‘যশস্বী’ হলেন জয়সওয়াল

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ফলে আইপিএলের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে একাধিক দল ১৪ পয়েন্ট শেষ করতে পারে। সেখানে তখন আসবে নেট রানরেটের বিষয়। কেকেআরের বর্তমান রান রেট -০.৩৫৭। ফলে কেকেআরতে শেষ দুটি ম্যাচ খুব বড় ব্যবধানে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। ফলে খাতায়-কলমে অঙ্কের হিসেবে কেকেআরের প্লে অফের যাওয়ার আশা থাকলেও তা একেবারে ক্ষীণ না থাকার মতনই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল