KKR vs RR: নীতিশ রানাই আসল ভিলেন! নাকি কেকেআরের হারের পিছনে রয়েছে অন্য কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs RR: প্রথমে যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকি তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডব। দুইয়ের সৌজন্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার কলকাতা নাইটরাইডার্সের। যার ফলে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ কেকেআরের।
কলকাতা: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হার কেকেআরের। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। রাজস্থানের হয়ে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ৯৮ রান ও সঞ্জু স্যামসনের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। তবে এদিন ডু অর ডাই ম্যাচে কেকেআরের হারের প্রধান কারণগুলি কি?
১. ম্যাচের শুরুতেই টস হেরে প্রথম ধাক্কাটা খায় কেকেআর। ইডেনের পাটা ব্যাটিং উইকেটে রাতের দিকে আরও বেশি ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। তারউপর টস হেরে বড় টার্গেট সেট করতে হবে এই বিষয়টি শুরু থেকেই হয়তো কেকেআরের মাথায় ঘুরছিল। সেই কারণে নিজেদের স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে পারেনি নাইটরা।
২. জঘন্য ব্যাটিং পারফরম্যান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের হারের অন্যতম কারণ। কারণ ভেঙ্কটেশ আইয়র ছাড়া কোনও কেকেআর ব্যাটারই এদিন বড় রান করতে পারেনি। জেসন রয়-রহমানউল্লাহ গুরবাজের ওপেনিং জুটি থেকে শুরু করে নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলবা কেউই এদিন দাগ কাটতে পারেননি।
advertisement
advertisement
৩. ইডেন গার্ডেন্সে স্পিন ভেলকি দিয়ে রাজস্থানকে কাবু করতে চেয়েছিল কেকেআর। আর সেই অস্ত্রই পাল্টা বুমেরাং হয় কেকেআরের। যুজবেন্দ্র তাহলের লেগ স্পিনের ছোঁবলে দিশেহারা দেখায় কেকেআর। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও হন চাহল।
advertisement
৪. ১৪৯ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর বোলিং অ্যাটাক ভাবতেও পারেননি আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ও বিধ্বংসী ইনিংসটা খেলবেম যশস্বী জয়সওয়াল। প্রথম ওভারেই নীতিশ রানাকে ২৬ রান মেরে খেলা পুরোপুরি নিজেদের গ্রিপে নিয়ে আসেন যশস্বী। ১৩ বলে অর্ধশতরান করে আইপিএলের ইতিহাসে দ্রুততন হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন যশস্বী। শেষ পর্যন্ত ৯৮ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেন জয়সওয়াল।
advertisement
৫. নীতিশ রানার অধিনায়কত্ব এদিন কেকেআরের হারের পিছনে অন্যতম বড় কারণ। প্রথমত ব্যাট হাতে ব্যর্থতা ও তারপর মাত্র ১৪৯ রান নিয়ে লড়াই করতে নেমে প্রথম ওভার মিজে করতে যাওয়া। বেশি আক্রমণাত্মক দেখাতে গিয়ে তা বুমেরাং হয়। প্রথম ওভারেই কেকেআর ম্যাচে পিছিয়ে পড়ে। দলে একাধিক অভিজ্ঞ স্পিনার থাকা সত্ত্বেও কেন রানা নিজে বোলিংয়ে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 12:36 AM IST