TRENDING:

GT vs LSG: মোদির মাঠে 'মহাভারত', দুই ভাইয়ের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি

Last Updated:

GT vs LSG: আইপিএলের আরও এক সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া দুই ভাইয়ের দ্বৈরথ। আহমেদাবাদে কে হাসবে জয়ের হাসি সেটাই দেখার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আইপিএলের আরও এক সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া দুই ভাইয়ের দ্বৈরথ। প্রতিযোগিতা এখনও পর্যন্ত বেশি ভালো জায়গায় রয়েছে গুজরাত। ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্লে অফের টিকিট কার্যত পাকা। অপরদিকে, ১০ ম্যাচে ৫ জয় ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকলেও প্লে অফের টিকিট পাকা করতে এখনও জিততে হবে অন্তত দুটি ম্যাচ। তারউপর চোটের কারণে অধিনায়ক কেএল রাহুল ছিটকে যাওয়া বড় ধাক্কা লখনউয়ের কাছে। এই পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে কতটা লড়াই দিতে পারে এলএসজি সেটাই দেখার।
advertisement

গত বছর ট্রফি জিতে যেখানে শেষ করেছিল গুজরাত এবারও ঠিক সেখান থেকেই শুরু করে হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স করে ধরে রেখেছে লিগ টেবিলের শীর্ষ স্থান। শেষ ম্যাচেও রাজস্থানে মাঠে গিয়ে সঞ্জু স্যামসনের দলকে দুরমুশ করেছে গুজরাত। দলের ব্যাটিং লাইনে ছন্দে রয়েছেন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলাররা, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলাররা। অপরদিকে, বোলিংয়ে পেস অ্যাটাকে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, স্পিন অ্যাটাকে রাশিদ খন ও নুর আহমেদের ভেলকি বুঝতে নাজেহাল হচ্ছে প্রতিপক্ষ দল। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ঘরের মাঠ আহমেদাবাদে আজ ফেভারিট হিসেবেই নামছে গুজরাত টাইটান্স।

advertisement

অপরদিকে, কেএল রাহুল না থাকায় দলকে নেতৃত্ব দেবেন ক্রুণাল পাণ্ডিয়া। ফলে ক্রুণালের কাছে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। প্রথম পর্বের সাক্ষাতে লখনউয়ের ঘরের মাঠে জয়ের হাসি হেসেছিল গুজরাত। এবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বদলা নেওয়ার সুযোগ থাকছে ক্রুণালের লখনউয়ের সামনে। তবে একাধিক বিষয় চিন্তায় রেখেছে এলএসজি টিম ম্যানেজমেন্টকে। শেষ দু’ম‌্যাচে তাদের ব‌্যাটসম‌্যানরা ১৩০ রান পর্যন্ত পৌঁছতে পারেনি। কাইল মায়ার্স, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোয়নিস, আয়ূশ বাদোনিরা ধারাবাহিক নন। বোলিংয়ে পাওয়া যাবে না মার্ক উডকে। স্পিন অ্যাটাকে একমাত্র রবি বিষ্ণোই ও অমিত মিশ্রা ভরসা দিচ্ছে দলকে।

advertisement

আরও পড়ুনঃ Kohli Sourav handshakes: গম্ভীর পর্ব থেকে শিক্ষা! বরফ গলল সৌরভ-কোহলির, কী কথা হল দুই তারকার

আরও পড়ুনঃ Rohit Sharma: রোহিত শর্মার জীবনে অন্যতম খারাপ দিন! নারিনকে টপকে হিটম্যান গড়লেন লজ্জার রেকর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

কেএল রাহুলের না থাকাটা দুই দলের মধ্যে অনেকটা ফারাক গড়বে তা নিশ্চিৎভাবেই বলা যায়। তারউপর সাম্প্রতিক ফর্ম ও ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য-গভীরতা বিচার করলে লখনউ সুপার জায়ান্টসের থেকে অনেকটাই এগিয়ে গুজরাত টাইটান্স। আজকের দুই ভাইয়ের ‘মহাভারতের যুদ্ধে’ হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
GT vs LSG: মোদির মাঠে 'মহাভারত', দুই ভাইয়ের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল