ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়ার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুপুরের খেলায় ডিউ ফ্যাক্টরের কোনও সমস্যা নেই। ফ্রেশ উইকেটে বল করে নেওয়ার কথা বলেন ক্রুণাল। প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রেখে সেই মত রান তাড়া করার রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত এলএসজি অধিনায়কের। অপরদিকে, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন হার্দিক পাণ্ডিয়া। ফলে টস হেরেও ব্যাট পেয়ে খুশি তিনি। বড় স্কোর করে প্রতিুক্ষকে চাপে রাখতে চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
advertisement
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, নুর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা।
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, দীপক হুডা, স্বপনীল সিং, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), যশ ঠাকুর, আভেশ খান, রবি বিষ্ণোই, মহসিন খান।
প্রসঙ্গত, প্রতিযোগিতা এখনও পর্যন্ত বেশি ভালো জায়গায় রয়েছে গুজরাত। ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্লে অফের টিকিট কার্যত পাকা। অপরদিকে, ১০ ম্যাচে ৫ জয় ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকলেও প্লে অফের টিকিট পাকা করতে এখনও জিততে হবে অন্তত দুটি ম্যাচ। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।