আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা সাম্প্রতিক ম্যাচগুলি হাইস্কোরিং ম্যাচ হয়েছে। আহমেদাবাদের পিচে ব্যাটার-বোলার উভয়ের জন্যই সাহায্য থাকে। শুরুর দিকে একটু পেসাররা সাহায্য পেতে পারে। তবে ব্যাটাররা সেট হয়ে গেলে এই উইকেট ব্যাটিংয়ের পক্ষে খুবই ভাল। মাঝের ওভারে বোলাররা গতির পরিবর্তন করলে ও স্পিনারদের ভ্যারিয়েশন থাকলে তারা সাফল্য পেতে পারে। টস এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াই সুবিধাজনক। প্রথমে বড় স্কোর করতে পারলে এখানে জয়ের সম্ভাবনা বেশি।
advertisement
প্রসঙ্গত, রবিবার বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়। সোমবারও কিন্তু পুরোপুরি আশার বাণী শোনাতে পারেনি। কারণ হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সোমবারও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের মত মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। আইপিএল ফাইনালের শেষের দিকে হাওয় অফিসের রিপোর্ট অনুযায়ী কিছুটা বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সোমবার দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টি একটু বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচ হওয়া খুব একটা সমস্যা হবে না বলেই মত।