TRENDING:

MS Dhoni: ধোনির থেকেও বেশিবার আইপিএল জিতেছে এই সিএসকে ক্রিকেটার, গড়েছেন নয়া ইতিহাস

Last Updated:

MS Dhoni: গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও উৎসবের রেশ কাটেনি চেন্নাই সুপার কিংসের। অনেকেরই অজানা ধোনির দলে রয়েছে এমন একজন ক্রিকেটার যিনি ধোনির থেকেও বেশি আইপিএল জিতেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও উৎসবের রেশ কাটেনি চেন্নাই সুপার কিংসের। চেন্নাইতেও চলছে উৎসব। রাজ্য সরকারের তরফ থেকেও ২ দিন ব্যাপি উৎসব পালনের পরিকল্পনা রয়েছে। সকলের মুখে শুধু এমএস ধোনি ও রবীন্দ্র জাদেজার নাম। সিএসকের হয়ে ধোনির পঞ্চম ট্রফি জয় নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। আইপিএলের ইতিহাসে সেরা অধিনায়ক, সফল অধিনায়ক, সবথেকে সফল ধোনির টিম, এই সকল বিষয় নিয়ে আলোচনা থামতেই চাইছে না ফ্যানেদের মধ্যে। কিন্তু হয়তো অনেকেরই অজানা ধোনির দলে রয়েছে এমন একজন ক্রিকেটার যিনি ধোনির থেকেও বেশি আইপিএল জিতেছে।
advertisement

অবাক হলেও এটাই সত্যি। আর সেই ক্রিকেটার হলেন সিএসকে-তে এমএস ধোনির সতীর্থ ও এবারের ফাইনাল খেলে অবসর নেওয়া অম্বাতি রায়ডু। আইপিএলের ইতিহাসে মোট ৬টি ট্রফি জিতেছেন রায়ডু। রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে শীর্ষ স্থানে জায়গা পেলেন অম্বাতি রায়ডু। মুম্বইকে ৫বার আইপিএল চ্যাম্পিয়ন করার পাশাপাশি ২০০৯ সালে তৎকালীন দল ডেকান চার্জার্সের হয়ে একবার ট্রফি জিতেছিলেন রোহিত শর্মা। আর অম্বাতি রায়ডু সিএসকেতে ২০১৮ সালে যোগ দেওয়ার আগে খেলতেন মুম্বইতে। সেখানে ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়ডু। আর সিএসকে-তে যোগ দেওয়ার পর ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হলেন রায়ডু। আইপিএল ট্রফি জেতার নিরিখে ছাপিয়ে গেলেন ধোনিকেও।

advertisement

আরও পড়ুনঃ Shubman Gill, Virat Kohli: ধোনির হাতে অটুট থাকল কোহলির সিংহাসন, অরেঞ্জ ক্যাপ জিতলেও ‘বিরাট’ রেকর্ড ভাঙা হল না গিলের

প্রসঙ্গত, এবারের ফাইনালে নিজের বিদায়ী ম্যাচে ছোট হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রায়ডু। তিনি যখন ব্যাট করতে নামেন প্রবল চাপের মুখে সিএসকে। শেষের দিকে ওভারে পিছু ১৩ পেরিয়েছে প্রয়োজনীয় রানরেট। সেই সময় ৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন অম্বাতি রায়ডু। ১৮ তম ওভারে গুজরাতের ডেথ ওভার স্পেশালিস্ট মোহিত শর্মাকে দুটি বিশাল ছক্কা একটি অনবদ্য চার মারেন রায়ডু। সেই ওভারে ফের বিগ হিট করতে গিয়ে আউট হলেও চেন্নাইয়ের জয়ের মোমেন্টাম সেট করে গিয়েছিলেন অম্বাতি রায়ডুই। আর শেষ কাজটা করেন রবীন্দ্র জাদেজা।

advertisement

আরও পড়ুনঃ IPL 2023 Final, CSK vs GT: গিল ও শামির ‘টুপির’ কারণে ট্রফি পেল না হার্দিক! সামনে এল চমকে দেওয়া তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সিএসকের চ্যাম্পিয়ন হওয়ার পর রায়ডুর চোখের দল বাঁধ মানেনি। সেটাই স্বাভাবিক। আর যে ফেরা হবে না এই ২২ গজে ক্রিকেটার হয়ে। পুরো মাঠ চোখের জলকে সঙ্গী করে কিছু সময় একাই ঘুড়ে বাড়ান সিএসকে বহু যুদ্ধ জয়ের নায়ক। প্রত্যেক সতীর্থ তাঁকে জড়িয়ে ধরেন, আগামির জন্য শুভেচ্ছাও জানান। পুরস্কার বিতরনের সময় রায়ডুর ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক এমএস ধোনিও। চোখের জলে নায়কের মত রায়ডুর এই বিদায় মন ছুঁয়ে যায় সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: ধোনির থেকেও বেশিবার আইপিএল জিতেছে এই সিএসকে ক্রিকেটার, গড়েছেন নয়া ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল