TRENDING:

IPL 2023: হার্দিক পান্ডিয়াকে হারাতে মাস্টার প্ল্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের, দিল্লিকে জয়ে ফেরাতে মরিয়া 'দাদা'

Last Updated:

IPL 2023: গুজরাট টাইটান্সদের বিরুদ্ধে জয়ে ফেরার জন্য বদ্ধপরিকর দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে যে ভুল-ত্রুটিগুলির জন্য পয়েন্ট হাতছাড়া হয়েছিল সেগুলি দলকে শুধরে দেওয়ার জন্য কোনও খামতি রাখছেন না দলের কোচ রিকি পন্টিং ও ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর বুধবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে জয়ে ফেরার জন্য বদ্ধপরিকর দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে যে ভুল-ত্রুটিগুলির জন্য পয়েন্ট হাতছাড়া হয়েছিল সেগুলি দলকে শুধরে দেওয়ার জন্য কোনও খামতি রাখছেন না দলের কোচ রিকি পন্টিং ও ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের কোন কোন জায়গায় খামতি রয়েছে ও সেগুলি পূরণের জন্য কী করণীয় তা বাতলে দিলেন 'দাদা'।
সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement

প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ফ্লপ করেন পৃথ্বি শ, সরফরাজ আহমেদরা। রান পাননি মিচেল মার্শও। তবে এক ম্যাচ দেখেই তাদের উপর আস্থা হারাতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ম্যাচে পৃথ্বি ও মার্শের আউটের জন্য মার্ক উডকেই কৃতিত্ব দিয়েছেন সৌরভ। পৃথ্বি ও সরফরাজকে নিজেদের খেলার খেলার কোনও পরিবর্তন না করে স্বাভাবিক ক্রিকেটই খেলার পরামর্শ দিয়েছে সৌরভ। একইসঙ্গে সরফরাজ আহমেদের উইকেটকিপিং নিয়েও যে প্রশ্ন উঠেছে তাতে বিচলিত নন সৌরভ। এত তাড়াতাড়ি কাউকে বিচার করার পক্ষপাতি নন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, তাতে লুকিয়ে রয়েছে গভীর রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে আগে নামানো হতে পারে। সম্প্রতি ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অক্ষর। সেই কারণে তার ফর্মকে কাজে লাগাতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা। তবে বোলিং নিয়ে অক্ষর প্যাটেলকে আরও একটু সাবধানি হওয়ার পরামর্শ দিয়েছেন সৌরভ। বিগ হিটারদের সামনে লাইন ঠিক রেখে বল করলে সাফল্যে আসার সম্ভাবনা থাকে বলে অক্ষরকে বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্ষরকে উপরে তুলে এনে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন সৌরভ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: হার্দিক পান্ডিয়াকে হারাতে মাস্টার প্ল্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের, দিল্লিকে জয়ে ফেরাতে মরিয়া 'দাদা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল