প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ফ্লপ করেন পৃথ্বি শ, সরফরাজ আহমেদরা। রান পাননি মিচেল মার্শও। তবে এক ম্যাচ দেখেই তাদের উপর আস্থা হারাতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ম্যাচে পৃথ্বি ও মার্শের আউটের জন্য মার্ক উডকেই কৃতিত্ব দিয়েছেন সৌরভ। পৃথ্বি ও সরফরাজকে নিজেদের খেলার খেলার কোনও পরিবর্তন না করে স্বাভাবিক ক্রিকেটই খেলার পরামর্শ দিয়েছে সৌরভ। একইসঙ্গে সরফরাজ আহমেদের উইকেটকিপিং নিয়েও যে প্রশ্ন উঠেছে তাতে বিচলিত নন সৌরভ। এত তাড়াতাড়ি কাউকে বিচার করার পক্ষপাতি নন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, তাতে লুকিয়ে রয়েছে গভীর রহস্য
পাশাপাশি দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে আগে নামানো হতে পারে। সম্প্রতি ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অক্ষর। সেই কারণে তার ফর্মকে কাজে লাগাতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা। তবে বোলিং নিয়ে অক্ষর প্যাটেলকে আরও একটু সাবধানি হওয়ার পরামর্শ দিয়েছেন সৌরভ। বিগ হিটারদের সামনে লাইন ঠিক রেখে বল করলে সাফল্যে আসার সম্ভাবনা থাকে বলে অক্ষরকে বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্ষরকে উপরে তুলে এনে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন সৌরভ।