বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করে কেকেআর। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে ৮১ রানের বড় জয় পায় নাইটরা। ইডেনে আরসিবির শেষ উইকেট পড়তেই শুভেচ্ছা জানাতে বেশি সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন,"আজকের জয়টা খুবই স্পেশাল কারণ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এটি মরসুমের প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সকে আন্তরিক অভিনন্দন...প্রত্যেক প্লেয়ার তাদের সেরাটা দিয়েছেন। আসন্ন সব ম্যাচের জন্য শুভকামনা।"
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। রহমানউল্লাহ গুরবাজ অর্ধশতরান করলেও একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু। মারকাটারি ব্যাটিং করেন শার্দুল। তাকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন রিঙ্কু। শতরানের পার্টনারশিপ করে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর, ৫৭ রান করেন রহমানউল্লাহ গুরবাজ ও ৪৬ রান করেন রিঙ্কু সিং।
আরও পড়ুনঃ KKR vs RCB: কেকেআরের স্পিনের ভেলকিতে ধরাশায়ী আরসিবি, ৮১ রানে ম্যাচ জিতল কিং খানের দল
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। কিন্তু কেকেআরের স্পিনাররা আসতেই ঘুড়ে যায় খেলা। নাইটদের স্পিন ত্রয়ী বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আইপিএলের অভিষেককারী সূয়শ শর্মার ভেলকির সামনে অসহায় আত্মসমর্পণ করে আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইন। ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নাইট। দলের জয়ে উচ্ছ্বসিত মাঠে উপস্থিত শাহরুখ খান।