TRENDING:

IPL 2022: আইপিএলে অঘটনে ভরা প্রথম সপ্তাহ, এখনও পয়েন্ট টেবলে খাতা খোলেনি মুম্বই -চেন্নাই!

Last Updated:

আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম সপ্তাহ রোমাঞ্চ ও অ্যাকশনে ভরপুর৷ শনিবার অবধি ১০ টি ম্যাচ খেলা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এইবারে আইপিএল ২০২২ -র (IPL 2022) আপসেট দিয়ে শুরু হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) যারা চার আইপিএল জিতেছে আর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এখনও নিজেদের ছাপ ছাড়তে ব্যর্থ হয়েছে৷ টুর্নামেন্টের ঠিক আগেই মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় রবীন্দ্র জাদেজা অধিনায়ক নির্বাচিত হন, কিন্তু তিনি সেরকম কোনও ছাপ ছাড়তে পারেননি৷ এদিকে বর্তমানের আইপিএলের সফলতম অধিনায়ক মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক রোহিত শর্মাও এখনও প্রথম জয় খুঁজছেন৷ এই প্রথম বার এরকম ঘটনা ঘটল যখন আইপিএলের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হলেও পয়েন্ট টেবলে খাতাই খুলতে পারল না আইপিএল ইতিহাসের সফলতম দুই দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings,) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ৷
Mumbai Indians and Chennai Super Kings yet to open in point tables
Mumbai Indians and Chennai Super Kings yet to open in point tables
advertisement

সুপার জায়ন্টস দল -0.011 রানরেট পঞ্চম স্থানে আরসিবি (-0.048) ছ নম্বর স্থানে পঞ্জাব কিংস (-1.183), সপ্তম স্থানে রয়েছে৷ চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স এখনও অবধি খাতা খুলতে পারেনি৷ সিএসকে-র রানরেট -0.528, মুম্বই ইন্ডিয়ান্স -1.029 নবম স্থানে রয়েছে৷ সানরাইজার্স হায়দরাবাদ আগের ম্যাচে হেরেছে৷

আরও পড়ুন - Viral News: এক মহিলায় মন ভরে না, একসঙ্গে পাঁচজনের সঙ্গে চক্কর চালাচ্ছিল যুবক, তারপর...

advertisement

আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম সপ্তাহ রোমাঞ্চ ও অ্যাকশনে ভরপুর৷ শনিবার অবধি ১০ টি ম্যাচ খেলা হয়েছে৷ আর এতে ভরপুর আনন্দ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমী দর্শকরা৷ ব্যাটসম্যানদের চার-ছক্কার ফুলঝুরি, বোলারদের বোলিং কামাল , ফিল্ডারদের দারুণ সব কাজ সবই উপভোগ করছেন দর্শকরা৷ ১০ টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে ২০০-র বেশি রান উঠেছ৷ এই ১০ টি ম্যাচের মধ্যে ৭ বার রান চেজ করে জিতেছে দলগুলি৷ তবে শেষদুটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে৷

advertisement

সঞ্জু  স্যামসনের (Sanju Samson) নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস নেট রানরেট 2.100, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের রানরেট 0.843৷ গুজরাতের দল 0.495 নেট রানরেট৷ চতুর্থ দ হিসেবে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স ৷ তাদের রানরেট  0.065, লখনউ সুপার জায়ন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ২ টি করে ম্যাচ খেলে ২-২ পয়েন্ট পেয়েছে৷

উমেশ যাদব (Umesh Yadav) সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের (Purple Cap) মালিক৷ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক৷ এরপর ২ ও ৩ নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ শামি তাঁদের ৫ টি করে উইকেট রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুম্বইয়ে উইকেটকিপার ক্রিকেটার ঈশান কিষাণের (Ishan Kisan) এই সময় অরেঞ্জ ক্যাপ পেয়েছেন৷ ঈশানের ২ ম্যাচে মোট ১৩৫ রান রয়েছে৷ রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জস বাটলার ১৩৫ রান করলেও ঈশান কিষাণের স্ট্রাইকরেট জোস বাটলারের থেকে বেশি৷ ঈশান দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে অর্ধ শতরান করেছিলেন৷ ঈশান কিষাণ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএলে অঘটনে ভরা প্রথম সপ্তাহ, এখনও পয়েন্ট টেবলে খাতা খোলেনি মুম্বই -চেন্নাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল