আরও পড়ুন- ধন্য়ি মেয়ে! মিতালি রাজের মহারেকর্ড, এবার ছুঁয়ে ফেললেন এমএস ধোনিকে
“আইপিএল ২০২২ শুরু হবে ২৬ মার্চ। এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। আমরা নিশ্চিত, স্টেডিয়ামগুলিতে কিছু শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হবে। আমরা সরকারি নির্দেশিকা মেনে চলব”, বলেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। আইপিএল ম্যাচে মাঠে ২৫ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
advertisement
আইপিএল 2022 ভেন্যু:
আইপিএল ২০২২ (IPL 2022)-এর সমস্ত ম্যাচ মহারাষ্ট্রে খেলা হবে। ৫৫টি আইপিএল ম্যাচ হবে মুম্বাইতে। ১৫টি পুনেতে খেলা হবে।
লিগের ম্যাচের জন্য চারটি স্টেডিয়ামে হবে বলে ঠিক করা হয়েছে। ওয়াংখেড়েতে ২০টি ম্য়াচ, ১৫টি ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০টি, পুনের উপকণ্ঠে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মাঠে ১৫টি ম্যাচ।
আইপিএল প্লে অফের ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত নিতে দেরি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্লে-অফ ও ফাইনালের ভেন্যু আগামী দু-এক দিনের মধ্যে ঠিক করা হবে। আইপিএল জেনারেল কমিটি ম্যাচের সময়সূচী চূড়ান্ত করতে কয়েক দিন সময় নেবে।
আরও পড়ুন- শুরুতেই হারল শ্রীলঙ্কা, টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল টিম ইন্ডিয়া
আইপিএল ২০২২ চলাকালীন মহিলা আইপিএল: মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আরও এক বছর চলবে৷ IPL জেনারেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মহিলা T20 চ্যালেঞ্জ ম্যাচগুলি IPL 2022 প্লে অফের সঙ্গে খেলা হবে। আইপিএল জেনারেল কমিটি আগামী বছরের মধ্যে মহিলাদের আইপিএল শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।