মুম্বই ইন্ডিয়ান্স নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটা মজাদার ভিডিও শেয়ার করেছে৷ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলের সঙ্গে যোগদানের খবর তারা জানিয়েছে দারুণ সুন্দরভাবে৷ ভিডিওতে দলের উইকেটরক্ষক ইশান কিষাণ দলের ফ্যানদের জানাচ্ছেন যে আজ দলের সঙ্গে কে যোগ দিচ্ছে জানেন সকলে জানেন, আর তুমি নয়! এরপরে ব্যাকগ্রাউন্ডে বাজছে রোহিত শেট্টির সূর্যবংশীর টাইটেল ট্র্যাক৷ আর দলের লোগোর সঙ্গে সূর্যকুমার যাদবের নাম সামনে আসছে৷
advertisement
এই ভিডিওতে মজাদার ক্যাপশন লেখা আছে, ‘‘আজ সন্ধ্যায় মুম্বইতে সূর্যোদয় হবে৷’’ ফ্যানরাও ভিডিও খুব পছন্দ করছেন৷ এই ভিডিওতে খোদ সূর্যকুমার যাদব ইমোজি শেয়ার করেছেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
উল্লেখ্য সূর্যকুমার যাদব গত মাসে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল৷ এই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও তিনি খেলতে পারেননি৷ ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব পুরো করেন তিনি৷ ২০১৯ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলছেন তিনি৷ গত মরশুমে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স নকআউটে পৌঁছতে পারেনি কিন্তু সূর্যকুমার যাদব রান পেয়েছিলেন৷