আইপিএলে (IPL) তিনি ছিলেন না ২ বছর। মা হওয়ার জন্য ব্রেক নিয়েছিলেন। শেষমেশ আবার আইপিএলে ফিরলেন মায়ান্তি লাঙ্গার (Mayanti Langer)। চেন্নাই বনাম কলকাতা ম্যাচের আগে তাঁকে দেখা গেল রবি শাস্ত্রীর সঙ্গে। আইপিএলের অন্যতম জনপ্রিয় অ্যাঙ্কর মায়ান্তি। তিনি না থাকায় যেন কিছুটা ফিকে হয়ে ছিল আইপিএল।দীর্ঘদিন পর আবার আইপিএলে অ্যাঙ্কর হিসেবে ফিরলেন স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি। তিনি ফিরে আসায় খুশি আইপিএল সমর্থকরা। শুধু তিনিই নন, আইপিএলে কমেন্ট্রি বক্সে দেখা গেল রবি শাস্ত্রীকেও।
advertisement
কিছুদিন আগে ভারত বনাম শ্রীলঙ্কা গোলাপী বল টেস্টে মায়ান্তিকে মাঠে দেখা গিয়েছিল। তবে সেদিন তিনি দর্শক হিসেবেই মাঠে ছিলেন।সেনা অফিসারের মেয়ে মায়ান্তির সঙ্গে স্টুয়ার্ট বিনির বিয়ে হয়েছিল ২০১২ সালে। মায়ান্তি বিভিন্ন সিরিজ ছাড়া ক্রিকেট বিশ্বকাপেও শো হোস্ট করেছেন।
আরও পড়ুন - Glenn Maxwell Marriage: বাজছে দক্ষিণী সানাই, মালা হাতে নাচতে নাচতে বউয়ের দিকে ম্যাক্সওয়েল, ভাইরাল ভিডিও
কিন্তু এই দুই বছরের গ্যাপ থেকে কাজে ফেরার পথটা কেমন একটা ছোট্ট ভিডিওতে নিজের ছেঁড়া ছেঁড়া মুহূর্তকে গেঁথে নিয়েছেন৷ ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমি দু বছর অপেক্ষা করেছি কিছু বদলায়নি৷ আবার একভাবে সব বদলে গেছে৷’’
দেখে নিন মায়ান্তি ল্যাঙ্গারের পোস্ট করা ভাইরাল ভিডিও (Viral Video)৷
সব মিলিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷ মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer) যখন ব্রেকে ছিলেন তাঁর জায়গায় আইপিএলে স্পোর্টস সঞ্চালিকার কাজ করছিলেন অস্ট্রেলিয়ান নেরোলি মেডাওস৷ তিনি আইপিএল ২০২০ এবং ২০২১ এ সঞ্চালিকা ছিলেন৷
নিজের পোস্টে মায়ান্তি ল্যাঙ্গার জানিয়েছেন যখন আইপিএল সঞ্চালনার দায়িত্বে আসে তাহলে কিছুই বদলে যায়নি৷ কিন্তু এটাই প্রথম যখন তিনি মা হওয়ার পর কাজে ফিরলেন তাই মাতৃত্বের সঙ্গে সেই অবস্থা বদলেছে৷