মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন তিনি ৷ এ বারের আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে এই শাস্তি পেলেন রোহিত শর্মা ৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লির কাছে হারতে হয়েছে মুম্বইয়ের ৷ নির্ধারিত টার্গেটে পৌঁছতে মাত্র ১৮.২ ওভারই লাগে দিল্লির ৷
আরও পড়ুন-টাক পড়ছে? চুল পাকছে? বাড়িতেই বানিয়ে নিন বিশেষ আয়ুর্বেদিক তেল
advertisement
চলতি টুর্নামেন্টে একই অপরাধ আরও একবার করলে আরও বড় শাস্তির মুখোমুখি হতে পারেন রোহিত এবং তাঁর ফ্র্যাঞ্চাইজিকে ৷
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের শুরুতেই হার। দিল্লি ক্যাপিটালসের কাছে হার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস সবাইকে চমকে দিল। ঈশান কিষাণ এদিন ৪৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। রোহিত শর্মা করলেন ৩২ বলে ৪১ রান। ঈশান কিষাণের দাপটে এদিন মুম্বই প্রথমে ব্যাট করে তোলে ১৭৭ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।