প্যাট কামিন্স (২২ রানে ৩ উইকেট), আন্দ্রে রাসেল (২২ রানে ২ উইকেট) এবং টিম সাউদি (১০ রানে ১ উইকেট) দুরন্ত বোলিং করেন৷ ঈশান কিষাণ একমাত্র ৫১ রান করে টিকে ছিলেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের থেকে জসপ্রীত বুমরাহ (১০ রানে ৫ উইকেট) নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করেন৷ কিন্তু ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি৷
advertisement
আরও পড়ুন - Rabindranath Tagore's Noble Prize: রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত নিয়ে অব্যাহত তরজা
ক্রিকেটাররা নিরাশ করেছেন মুম্বই অধিনায়ককে
মুম্বই অধিনায়ক ম্যাচের পর রোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন যে কোনও দিনে এই স্কোর শিকার করে নেওয়া যায় বিপক্ষ হিসেবেষ ইনিংসের দ্বিতীয়ভাগে শানদার প্রদর্শন করেন৷ বুমরাহের আজব পারফরম্যান্স ছিল৷
রোহিত শর্মা বলেছেন, ‘‘ব্যাটসম্যানদের নিয়ে আমি নিরাশ৷ আমার মনে হয় এই পিচে এই স্কোর তাড়া করাই যায়৷ কিন্তু ব্যাট হাতে আমরা খারাপ পারফম্যান্স করেছি৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এটা চতুর্থ ম্যাচ৷ আমাদের এই পিচ কেমন ব্যবহার করে আমরা জানি৷ কিছু বল খুব জোরে লাফিয়েছে৷ আমরা জানতাম পেসাররা সুবিধা পাবেন৷ কিন্তু আমরা আজকে ভাল ব্যাট করিনি৷ আমরা পার্টনারশিপ করিনি, আর এটারই অভাব হয়েছে৷’’