ভ্যেনু ফাইনাল করার ডেডলাইন ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে৷ বিসিসিআই (BCCI) সরকারি ভাবে সেই দিনেই এইবারের আইপিএলের ভ্যেনু (IPL Venue) নিয়ে সিদ্ধান্ত সর্বসমক্ষে আনতে পারে৷
ইংরাজি দৈনিক দ্য টেলিগ্রাফকে বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘‘আমরা বর্তমানে মুম্বইয়ের আগে আর কিছু নিয়ে ভাবছি না৷ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা বিভিন্ন শহরেই এসে গেছে৷ এখন সংক্রমণের গতি অনেকটাই কমে এসেছে৷ এই অবস্থা বিদেশে টুর্নামেন্ট আয়োজনের কোনও মানে হয় না৷’’ এখন মুম্বইয়ে এখন তিনটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেগুলি হল ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নবি মুম্বই৷ এই তিনটি স্টেডিয়ামই আইপিএল ২০২২ -র ভ্যেনু হিসেবে ভাবা হয়েছে৷ যদি প্রয়োজন হয় তাহলে পুণেকেও একটা ভ্যেনু হিসেবে ভাবা হবে৷
advertisement
আরও পড়ুন - Cancer Symptoms in Women: পিরিয়ডসে বদল থেকে স্তনের আকারে পরিবর্তন, এসবই হতে পারে ক্যান্সারের লক্ষণ
মুম্বইয়ের ৩ টি স্টেডিয়াম শর্টলিস্ট করেছে
মুম্বই ও তার আশেপাশি আইপিএল ২০২২ আয়োজন করানো হলে একটা বড় সুবিধা হবে যে কোনও দলকে প্লেনে সফর করতে হবে না৷ এই হাওয়াই সফরের জন্যেই আইপিএল ২০২১-র বায়োবাবলে করোনা প্রবেশ করেছিল৷ প্রয়োজন পরলে ঘরোয়া ম্যাচের আয়োজন হয় বান্দ্রা কুর্লা স্টেডিয়ামেও প্রশিক্ষণ ও প্র্যাকটিশ করানোর ব্যবস্থা করা যেতে পারে৷ মুম্বইয়ের তিনটি ভ্যেনুতে আইপিএল ২০২২ (IPL 2022) শর্টলিস্ট করা হয়েছে৷ তাতে বায়ো বাবল রক্ষা করা সহজ হবে মনে করা হচ্ছে৷ এই কাজ হলে খেলোয়াড়দেরকেও করোনা ভাইরাসের মতো রোগ থেকে সুরক্ষিত রাখা যাবে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন - Beauty Tips: Bollywood -র ‘এই’ সুন্দরী অভিনেত্রী-র চকচকে ত্বকের কামাল গাছ থেকেই, রইল টিপস
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল
এর আগে বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন বিসিসিআই (BCCI) পুরোপুরি চেষ্টা করবে আইপিএলের আয়োজন ভারতেই হক৷ সূত্রের খবর অনুযায়ি আইপিএল ২০২২ -এ ২৭ মার্চ থেকে শুরু হবে এই বারের আইপিএল ২০২২৷ এই বছরের আইপিএলেই প্রথমবার ৮-র জায়গায় ১০ দলকে খেলতে দেখা যাবে৷ দুটি নতুন দল লখনউ সুপার জায়ন্টস এবং অহমেদাবাদ লিগে যুক্ত হয়েছে৷ তারাও তাড়াতাড়ি এই দলের নাম ঘোষণা করে দেবে৷ আইপিএল ২০২২ মেগা অকশন (IPL 2022 Mega Auction) ১২ ও ১৩ ফ্রেবুয়ারি বেঙ্গালুরুতে হবে৷