TRENDING:

IPL 2022 Venue: দেশের মাটিতেই IPL 2022 আয়োজন করতে বদ্ধপরিকর BCCI, ভ্যেনু নিয়ে বড়সড় সিদ্ধান্ত

Last Updated:

আইপিএলের মেগা অকশনের (IPL 2022 Mega Auction) পরেই সরকারি ভাবে আইপিএল ২০২২ -র ভ্যেনুর (IPL 2022 Venue) কথা জানানো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) বা আইপিএলের ১৫ তম মরশুমের ভ্যেনু (IPL 2022 Venue) নিয়ে বড় সিদ্ধান্ত সামনে আসা সময়ের অপেক্ষা৷ বেশ কিছু সময় ধরেই বোর্ড সূত্রে খবর ছিল বিসিসিআই (BCCI) চাইছে করোনা  থাকলেও ভারতের মাটিতেই আইপিএলের মেগা ইভেন্ট আয়োজন করতে৷ সূত্রের খবর মুম্বইতেই হবে এবারের আইপিএলের সব ম্যাচ৷ বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা কয়েক দিন  আগেই এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই  সিদ্ধান্ত নিয়েছেন৷ সেখানে সকলেই সহমত হয়েছেন আইপিএল ২০২২ -র আয়োজন দেশে হবে৷ আর আইপিএলের ভ্যেনু (IPL Venue) হবে মুম্বই৷ এদিকে সব ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে আইপিএল ২০২২ -র বিকল্প ভ্যেনু হিসেবে দক্ষিণ আফ্রিকাকে রাখার কথাও বলেছিল৷ আইপিএলের মেগা অকশনের (IPL 2022 Mega Auction) পরেই সরকারি ভাবে আইপিএল ২০২২ -র ভ্যেনুর (IPL 2022 Venue) কথা জানানো হবে৷
IPL 2022: mumbai set to host all the matches of IPL 15, says sources- Photo Courtesy/ BCCI/ Twitter
IPL 2022: mumbai set to host all the matches of IPL 15, says sources- Photo Courtesy/ BCCI/ Twitter
advertisement

ভ্যেনু ফাইনাল করার ডেডলাইন ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে৷ বিসিসিআই (BCCI) সরকারি ভাবে সেই দিনেই এইবারের আইপিএলের ভ্যেনু (IPL Venue) নিয়ে সিদ্ধান্ত সর্বসমক্ষে আনতে পারে৷

ইংরাজি দৈনিক দ্য টেলিগ্রাফকে বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘‘আমরা বর্তমানে মুম্বইয়ের আগে আর কিছু নিয়ে ভাবছি না৷ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা বিভিন্ন শহরেই এসে গেছে৷ এখন সংক্রমণের গতি অনেকটাই কমে এসেছে৷ এই অবস্থা বিদেশে টুর্নামেন্ট আয়োজনের কোনও মানে হয় না৷’’ এখন মুম্বইয়ে এখন তিনটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেগুলি হল ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নবি মুম্বই৷ এই তিনটি স্টেডিয়ামই আইপিএল ২০২২ -র ভ্যেনু হিসেবে ভাবা হয়েছে৷ যদি প্রয়োজন হয় তাহলে পুণেকেও একটা ভ্যেনু হিসেবে ভাবা হবে৷

advertisement

আরও পড়ুন - Cancer Symptoms in Women: পিরিয়ডসে বদল থেকে স্তনের আকারে পরিবর্তন, এসবই হতে পারে ক্যান্সারের লক্ষণ

মুম্বইয়ের ৩ টি স্টেডিয়াম শর্টলিস্ট করেছে

মুম্বই ও তার আশেপাশি আইপিএল ২০২২ আয়োজন করানো হলে একটা বড় সুবিধা হবে যে কোনও দলকে প্লেনে সফর করতে হবে না৷ এই হাওয়াই সফরের জন্যেই আইপিএল ২০২১-র বায়োবাবলে করোনা প্রবেশ করেছিল৷ প্রয়োজন পরলে ঘরোয়া ম্যাচের আয়োজন হয় বান্দ্রা কুর্লা স্টেডিয়ামেও প্রশিক্ষণ ও প্র্যাকটিশ করানোর ব্যবস্থা করা যেতে পারে৷ মুম্বইয়ের  তিনটি ভ্যেনুতে আইপিএল ২০২২  (IPL 2022)  শর্টলিস্ট করা হয়েছে৷ তাতে বায়ো বাবল রক্ষা করা সহজ হবে মনে করা হচ্ছে৷ এই কাজ হলে খেলোয়াড়দেরকেও করোনা ভাইরাসের মতো রোগ থেকে সুরক্ষিত রাখা যাবে মনে করা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন - Beauty Tips: Bollywood -র ‘এই’ সুন্দরী অভিনেত্রী-র চকচকে ত্বকের কামাল গাছ থেকেই, রইল টিপস

২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এর আগে বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন বিসিসিআই (BCCI) পুরোপুরি চেষ্টা করবে আইপিএলের আয়োজন ভারতেই হক৷ সূত্রের খবর অনুযায়ি আইপিএল ২০২২ -এ ২৭ মার্চ থেকে শুরু হবে এই বারের আইপিএল ২০২২৷ এই বছরের আইপিএলেই প্রথমবার ৮-র জায়গায় ১০ দলকে খেলতে দেখা যাবে৷ দুটি নতুন দল লখনউ সুপার জায়ন্টস এবং অহমেদাবাদ লিগে যুক্ত হয়েছে৷ তারাও তাড়াতাড়ি এই দলের নাম ঘোষণা করে দেবে৷ আইপিএল ২০২২ মেগা অকশন (IPL 2022 Mega Auction) ১২ ও ১৩ ফ্রেবুয়ারি বেঙ্গালুরুতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Venue: দেশের মাটিতেই IPL 2022 আয়োজন করতে বদ্ধপরিকর BCCI, ভ্যেনু নিয়ে বড়সড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল