টিকিটের দাম নেওয়া হয়েছে ৩০০০ টাকা। কিন্তু দর্শকদের বসার জন্য ভাল ব্যবস্থা করা হয়নি। সঞ্চিত দেশাই নামের এক দর্শক ছবি পোস্ট করে দেখিয়েছেন, ৩০০ টাকার টিকিট কেনার পরও দর্শকদের কাঠফাঁটা রোদে বসে খেলা দেখতে হবে। তাও আবার প্লাস্টিকের চেয়ারে বসে!
আরও পড়ুন- একাই একশো ঈশান কিষাণ, প্রথম ম্যাচেই চার, ছক্কার বন্যা
advertisement
করোনা মহামারী পর্ব কাটিয়ে ক্রিকেট শুরু হয়েছে অনেকদিন হল। তবে আইপিএল বিদেশের মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এবার অবশ্য দেশের মাঠে ফিরেছে আইপিএল। তবে এবারও একাধিক রাজ্য়ে আইপিএলের ম্যাচ আয়োজন করা হচ্ছে না। সারা দেশে ছড়িয়ে থাকা দর্শকরা কিন্তু এবার মাঠে বসে আইপিএল দেখার সুযোগ পাচ্ছেন না। তবে মহারাষ্ট্রের দর্শকদের পোয়া বারো।
এদিন মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাও আবার ঘরের মাঠেই। ফলে দর্শকরা প্রিয় দলকে সমর্থন জোগাতে হাজির হয়েছেন ব্রেবোর্ন স্টেডিয়ামে। কিন্তু বসার ব্যবস্থা তাঁদের ক্ষুব্ধ করে তুলেছে। এত দামি টিকিট কিনে কেন রোদে বসে খেলা দেখতে হবে! তাও আবার প্লাস্টিকের চেয়ারে বসে! প্রশ্ন তুলেছেন অনেকেই।
৩০০ টাকার টিকিটে প্লাস্টিকের চেয়ারে বসতে হবে। এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে ছবিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন। কেউ আবার বলেছেন, রোদে থাকার জন্য প্লাস্টির চেয়ারগুলি প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। ফলে তাতে বসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কেউ আবার বলেছেন, যেমন টাকা নেওয়া হচ্ছে, তেমন সিট দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন- প্রথম একাদশে দুই দলেই রয়েছে ব্যালান্স,মুম্বই বনাম দিল্লি ম্যাচে মাঠে হাজির সচিন
কর্তৃপক্ষ অবশ্য এখনও এই নিয়ে কোনও উত্তর দেয়নি। দর্শকরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু করেছেন।