আইপিএল ২০২২ (IPL 2022) মেগা অকশনে (IPL 2022 Mega Auction) ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন৷ বিদেশের দলগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ জনের নাম এই লিস্টে জায়গা পেয়েছে৷ এছাড়া ওয়েস্টইন্ডিজের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেক ২৪-২৪ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন৷ ভুটান, ওমান, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা রেজিস্ট্রেশন লিস্টে থাকলেও তাঁদের ফাইনাল নিলামের লিস্টে জায়গা মেলেনি৷
advertisement
আরও পড়ুন - Ranji Trophy News: গ্রুপ পর্ব ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, নকআউট জুনে
আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটার
আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Mega Auction) আফগানিস্তানের ১৭ জন, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে, শ্রীলঙ্কার ২৩, নামিবিয়ার ৩, স্কটল্যান্ডের ২, জিম্বাবোয়ে, নেপাল এবং আমেরিকার ১ জন করে ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে৷
আইপিএল ২০২২ মেগা অকশনে পঞ্জাবের কাছে সবচেয়ে বেশি সুযোগ
টি টোয়েন্টি লিগে -র সব দলের কথা বললে পঞ্জাব কিংস সবচেয়ে কম মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছে৷ফলে এবারের নিলামের আসর থেকে তাঁরা ২৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে৷ আইপিএলের নিয়ম অনুযায়ি একটি দল সবচেয়ে বেশি ২৫ জন এবং সবচেয়ে কম ১৮ জন ক্রিকেটার নিয়ে দল তৈরি করতে পারে৷ এক একটি দল ৮ জনের বেশি বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবে না৷ প্লেয়িং ইলেভেনে ৪ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন৷ এক একটি দলের মালিকরা কেনাকাটার জন্য মোট ৯০ কোটি টাকা খরচ করতে পারেন, ়যার মধ্যে পঞ্জাবের কাছে এখনও অবধি সবচেয়ে বেশি ৭২ কোটি টাকা রয়েছে৷