TRENDING:

IPL 2022: সিএসকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ বরের, কিন্তু ধোনিকে নিয়ে ভিডিও পোস্ট জাদেজার বউয়ের

Last Updated:

IPL 2022: স্বামী হয়েছে সিএসকে দলের অধিনায়ক , আবেগপ্রবণ রবীন্দ্র জাদেজার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন এত বড় কথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম ম্যাচ সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR)৷ কিন্তু এটা শুধু এবারের আইপিএলের প্রথম ম্যাচ হিসেবে বিশেষ নয়, এটা চেন্নাই সুপার কিংসে একটা যুগের অবসান৷ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে এতদিন থাকার পর এদিন প্রথম সিএসকে (Chennai Super Kings ) জার্সিতে অন্য অধিনায়ক মাঠে নামলেন৷ তিনি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷  আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দল সিএসকে-র ক্রিকেট ইতিহাসে এটা একটা নতুন যুগের সূচনা৷ লেজেন্ডারি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত থেকে ব্যাটন এবার হাতে তুলে নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷
Ravindra Jadeja's wife wrote a heartwarming message for ms dhoni, watch viral video- Photo Courtesy- Instagram
Ravindra Jadeja's wife wrote a heartwarming message for ms dhoni, watch viral video- Photo Courtesy- Instagram
advertisement

ক্রিকেট ফ্যানরা সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যখন আইপিএল ২০২২ শুরুর ঠিক দিন কয়েক আগে সিএসকে জানিয়ে দেয় এই মরশুমে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র  সিং ধোনি (MS Dhoni)৷ আইপিএল শুরুর দু দিন আগে এই সিদ্ধান্ত প্রত্যাশা করেননি কেউই৷ সিএসকে (CSK) নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে অফিসিয়াল স্টেটমেন্টে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিজেদের অধিনায়ক ঘোষণা করেন৷

advertisement

আরও পড়ুন - IPL 2022: উমেশ যাদবকে নিয়ে ঠকেনি কেকেআর, আগুনে বোলিংয়ে ঝলসে দিলেন সিএসকেকে

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল৷ রবীন্দ্র জাদেজা প্রথমবার সিএসকে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন৷ মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) জায়গায় তিনি টস করতে মাঠে নেমেছিলেন৷

advertisement

আরও পড়ুন - IPL 2022: দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই দলে ‘সূর্যবংশী’ ,ভিডিও ভাইরাল

এই সময়ে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভা জাদেজা (Rivaba Jadeja) প্রথমবার সিএসকে অধিনায়কের বউ হওয়ার আনন্দে আপ্লুত৷ রিভাভা জাদেজা নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন৷ রিভাভা ধোনি পদ থেকে সরে দাঁড়িয়ে জাদেজাকে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভা বলেছেন ধোনি সব সময়েই হুইশিল পোডু আর্মির থালা থাকবেন৷

advertisement

দেখে নিন রিভাভা জাদেজার ভাইরাল ভিডিও (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
বাইক রেসার হিসাবে নিজের ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান? কোন পথে এগোবেন, জেনে নিন
আরও দেখুন

নিজের পোস্টে তিনি লিখেছেন , ‘‘ অভিনন্দন তোমাকে (রবীন্দ্র জাদেজা) এই দারুণ উচ্চতা অর্জন করার জন্য, যার তুমি সুযোগ্য! আর মাহি ভাই ধন্যবাদ ওঁর ক্ষমতায় ভরসা রাখার জন্য আর ওঁকে সুযোগ দেওয়ার জন্য৷ আপনি সবসময়েই লিডার থাকবেন৷ আর সব সময়েই দলের ‘থালা’ থাকবেন৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: সিএসকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ বরের, কিন্তু ধোনিকে নিয়ে ভিডিও পোস্ট জাদেজার বউয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল