কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী প্রায় একার হাতেই আরসিবির ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছিলেন। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন ধসে যায় মাত্র ৯২ রানে। ১৯ ওভারে মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় আরসিবি। তার পর থেকেই আরসিবির ব্যাটিং লাইন নিয়ে অনেকে সমালোচনা শুরু করেছেন। আর আরসিবির ৯২ রানে অলআউট হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়েছে। দীপিকা সেই টুইটে লিখেছেন, ৯২ রান। এটা আবার কোনও স্কোর হল! এখনও তোমাদের অনেক দূর যেতে হবে আরসিবি। তবে দীপিকার এই টুইট অনেক পুরনো। আরসিবি আবার ৯২ রানে অল আউট হওয়ায় দীপিকার পুরনো সেই টুইট আবার ভাইরাল হয়েছে।
advertisement
আরও পডুন- দুবাইয়ের মাঠে আজ লড়াই রাজস্থান বনাম পঞ্জাবের, সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন
আসলে দীপিকা পাড়ুকোন যে ম্যাচের কথা লিখেছেন সেটি ২০১০ সালের। সেবার আইপিএলে আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল সেটি। প্রথমে ব্যাটিং করেছিল রাজস্থান। কিন্তু জ্যাক কালিস, অনিল কুম্বলের দাপটে রাজস্থান রয়্যালস মাত্র ৯২ রানে গুটিয়ে যায়। এর পর ১০.৪ ওভারে আরসিবি জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল। সেই ম্যাচে ২০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন জ্যাক কালিস। আর ব্যাট হাতে করেছিলেন ৪৪ রান। তাই ওই ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। কুম্বলে ৩.৫ ওভার বোলিং করে তিনটি উইকেট নিয়েছিলেন। এবার আরসিবি ৯২ রানে অলআউট। তাই ক্রিকেটপ্রেমীরা অনেকেই দীপিকার সেই ভাইরাল হওয়া পুরনো টুইট নিয়ে মজা করতে শুরু করেছেন।