ঠিক কী ঘটনা ঘটেছিল? গত মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) থেকে হঠাৎই হারিয়ে গিয়েছিল একটি অক্সিজেন কনসেনট্রেটর । দু’দিন পর তার হদিশ মেলে ধোনিদের হোটেলে! কী করে এমনটা ঘটল? আনোয়ার আনসারি নামের এক ব্যক্তি বেঙ্গালুরু থেকে ওই অক্সিজেন কনসেনট্রেটরটি দিল্লিতে আনিয়েছিলেন তাঁর বাবার জন্য । অক্সিজেনটি দিল্লিতে এসে পৌঁছয় ইন্ডিগো’র বিমানে করে । সেই একই সময় ভিস্তারার বিমানে করে দিল্লি এসে নামেন সিএসকে-র ক্রিকেটাররা । সে সময় তাঁদের ব্যাগপত্রের সঙ্গে কোনও ভাবে মিশে যায় ওই অক্সিজেনটি । এয়ারলাইন পোর্টার ভুলবশতঃ ক্রিকেটারদের সঙ্গে তা চেন্নাইয়ের টিম হোটেলে পাঠিয়ে দেয় ।
advertisement
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jeitly Stedium)-এ চেন্নাইয়ের সঙ্গে খেলা ছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর । ১৭১ রান তাড়া করতে নেমে ঋতুরাজ আর ডু প্লেসির ব্যাটে ভর দিয়ে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাই । এ নিয়ে মোট ৫টি ম্যাচে জয় পেয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে ধোনির টিম ।