TRENDING:

IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK

Last Updated:

IPL 2021: প্লে অফে চমৎকার কেকেআর (KKR), এবার আইপিএল ফাইনাল (IPL Final)৷ প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির সিএসকে (CSK)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শারজা: সপ্তমবারের স্বপ্নপূরণ৷ আইপিএল ২০২১ (IPL 2021) কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)  প্লে অফ (Playoff) ম্যাচে দিল্লিকে হারিয়ে  আইপিএল ফাইনালে (IPL Final) পৌঁছে গেল কেকেআরের (KKR ) ৷  জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩৬ রান, আর সেই অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে হিসেবনিকেশ করে খেলল নাইটরা৷ তবে শেষে আবার দিল্লি একটা মরিয়া কামড় দেয় দিল্লি৷ কিন্তু একদম শেষ বলের আগের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠী৷ ১৯.৫ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ তারা ম্যাচ জেতে তিন উইকেটে৷
KKR wins and reaches final and will encounter with CSK in IPL Final- Photo Courtesy- IPL /Twitter
KKR wins and reaches final and will encounter with CSK in IPL Final- Photo Courtesy- IPL /Twitter
advertisement

থিঙ্ক ট্যাঙ্কের নির্দেশে শুভমান গিল এই মুহূর্তে স্ট্রাইক রোটেশনের দায়িত্বে অন্যদিকে ধামাকা করতে থাকেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার৷ এদিনও সেই স্ট্র্যাটেজিতেই বাজিমাত নাইটদের৷ এদিন মাত্র ৪১ বলে ৫৫ রানের এক দুরন্ত ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷

অন্যদিকে শুভমান নিজের স্ট্রাইক রোটেশনের কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছিলেন৷ প্রথম প্লে অফে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর দিল্ল এদিনও ছিল হতশ্রী৷ ব্যাটে একেবারে গড়পড়তা পারফরম্যান্সের পর বল হাতেও নিষ্প্রভ ছিলেন দিল্লি বোলাররা৷ হঠাৎই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যেতে বদলে যায় গোটা ম্যাচের রঙ৷

advertisement

আইয়ারকে আউট করেন রাবাদা৷  নোৎর্জের বলে ১২ বলে ১৩ রানে নীতিশ রানা আউট হন৷ শুভমান গিল ৪৬ বলে ৪৬ রান করেন৷ তাঁকে আউট করেন আবেশ খান৷ তবে হঠাৎ করেই সেট ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় রাবাদার এক ওভারে দীনেশ কার্তিককে হারানো ও রাহুল ত্রিপাঠির না খেলতে পারায় তৈরি হয় চাপ৷ ইয়ন মর্গ্যান ৩ বলে ০ রান করে আউট হয়ে যান৷ শাকিব আউট হয়ে যায় ০ রানে৷ সুনীল নারিন প্রথম বলেই ০রানে ক্যাচ আউট হয়ে যান৷ অশ্বিন শেষ ওভারে একেবারে তুখোড় বোলিং করে প্রায় কেকেআরের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দেন রাহুল ত্রিপাঠি৷ তিনি মারেন একটি ছয়৷

advertisement

আরও পড়ুন- IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর...

এদিকে আইপিএলের (IPL 2021)  দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট  হারিয়ে ১৩৫ রান তুলল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটাল্স৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচের প্রথম ইনিংসে (1st Innings) সেভাবে শানদার ব্যাটিং করতে ব্যর্থ দিল্লি৷ দলের হয়ে সর্বোচ্চ রান শিখর ধাওয়ানের ৩৬৷

advertisement

আরও পড়ুন- Hasin Jahan: কখনও পুলে শরীর ডুবিয়ে, কখনও আবার পুলের ধারে লাস্যময়ী, Viral সব Photos

এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷

আইপিএল ২০২১এ  (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স  (KKR vs DC)  ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: দিল্লিকে দুরমুশ করল নাইটরা, KKR এবার IPL Final-এ, প্রতিপক্ষ CSK
Open in App
হোম
খবর
ফটো
লোকাল