TRENDING:

IPL 2021: CSK vs KKR Live Updates: গেমচেঞ্জার হলেন রবীন্দ্র জাদেজা, দ্বিতীয়পর্বের আইপিএলে প্রথম হার কেকেআরের

Last Updated:

IPL 2021: CSK vs KKR Live Updates: শেষ বলে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লড়াই চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR) ৷ আমিরশাহীতে এবারের আইপিএলের দ্বিতীয় পর্বে দুই দলেরই শুরুটা ভালো হয়েছে ৷  এদিনের ম্যাচে দুই দলের প্রথম একাদশ এইরকম -
IPL 2021: CSK vs KKR match in UAE- Photo-File
IPL 2021: CSK vs KKR match in UAE- Photo-File
advertisement

দেখে নিন দুই দলের প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) -রতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হেজেলউড

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) - শুভমান গিল, ভেঙ্কটেশ্বর আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, নীতিশ রাণা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসীদ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী৷

advertisement

এদিন শুরুতেই ধাক্কা দেয় চেন্নাই, দুটি চার মেরে শুরু করলেও প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরতে হয় শুভমান গিলকে৷ তিনি রানআউট হয়ে যান৷

ম্যাচের সম্প্রচার হবে স্টারস্পোর্টসের বিভিন্ন চ্যানেলে৷ আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার ও জিওতে৷ এছাড়া প্রতিমুহূর্তের খেলার আপডেট পাবেন নিউজ ১৮ বাংলাতে৷

চেন্নাই পয়েন্ট টেবলে দু’নম্বরে রয়েছে ৷ অন্যদিকে আরসিবি (RCB) এবং মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে জিতে কেকেআরও একলাফে উঠে এসেছে চার নম্বরে ৷ প্লে অফে জায়গা নিশ্চিত করতে ধোনি ব্রিগেডের প্রয়োজন আর মাত্র একটি জয় ৷ অন্যদিকে লড়াই জারি রেখের শাহরুখ খানের দল ৷ তাদের প্রায় সব ম্যাচই জেতা ছাড়া আর কোনও উপায় নেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

নেট রান রেটে কেকেআর অন্য দলগুলির থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। তাই আজ পুরো আত্মবিশ্বাস নিয়েই মাঠ নামবেন ইয়ন মর্গ্যানরা। যদিও মুম্বই হোক, কিংবা চেন্নাই ৷ লড়াইটা বরাবরই কঠিন হয় ৷ সিএসকে নিঃসন্দেহে এই ম্যাচেও ফেভারিট হলেও আবু ধাবিতে আরও একটা জয় তুলে নিতে বদ্ধপরিকর টিম কেকেআর ৷

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: CSK vs KKR Live Updates: গেমচেঞ্জার হলেন রবীন্দ্র জাদেজা, দ্বিতীয়পর্বের আইপিএলে প্রথম হার কেকেআরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল