গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত লড়াই হয়েছিল এই দুই দলের। শেষ ওভারে ম্যাচটা জিতে যায় চেন্নাই। অল্পের জন্য হেরে যায় কেকেআর। মহেন্দ্র সিং ধোনির দলে যেমন ঋতুরাজ, দু প্লেসি, মইন আলি, ব্রাভোদের মত দুর্দান্ত ক্রিকেটার রয়েছে, তেমনই কেকেআর দলে শুভমন গিল, ভেঙ্কটেশ আইআর, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক রয়েছে। বোলিংয়ে চেন্নাইর তুলনায় সামান্য হলেও এগিয়ে কেকেআর। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভী দুর্দান্ত ছন্দ রয়েছেন।
advertisement
আন্দ্রে রাসেল ফিরে এলে তিনিও দুর্দান্ত ডেথ ওভারে বল করার ক্ষমতা রাখেন। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ তিনটি ম্যাচে ভাল পারফর্ম করেছেন। কিন্তু মুখোমুখি লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনির দল অনেকটা এগিয়ে কেকেআর এর তুলনায়। মোট ২৫ বারের সাক্ষাতে ১৬ বার জিতেছে চেন্নাই, ৮ বার কেকেআর। শেষ তিনটি সাক্ষাতের প্রত্যেকটা জিতেছে হলুদ জার্সি।
তবে এসব পরিসংখ্যান ফাইনালে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মুখোমুখি লড়াইয়ে যেমন চেন্নাই এগিয়ে, তেমনই চেন্নাইকে হারিয়েই নিজেদের প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেদিন অনবদ্য ইনিংস খেলেছিলেন মানবিন্দর সিং বিসলা। আজ কলকাতার জন্য কে হয়ে উঠবেন বিসলা? চেন্নাইয়ের ঘরের ছেলে দীনেশ কার্তিক? নাকি অন্য কেউ? নয় বছর আগের স্মৃতি ফেরাতে পারবে শাহরুখ খানের দল? নাকি দিনের শেষে বাজিগর হবেন মহেন্দ্র সিং ধোনি? অপেক্ষা কয়েক ঘন্টার।