আইপিএল ২০২১ (IPL 2021) সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচ ছিল লো স্কোরিং৷ রতুরাজ, ফ্যাফ ডু প্লেসি, রবিন উত্থাপ্পা কেউই বড় স্কোর করতে পারেননি৷ ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রতুরাজ৷ অন্য ওপেনার ফ্যাফ ৮ বলে ১০ রান করেন৷ ফ্লপ সুরেশ রায়নার জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া রবিন উত্থাপ্পাও৷ তিনি ১৯ বলে ১৯ রান করেন৷
advertisement
ফ্লপ মইন আলিও৷ তিনিও মাত্র ৮ বলে ৫ রান করেন৷ এরপরে দলের হাল ধরেন অম্বাতি রায়ডু৷ ৪৩ বলে ৫৫ রান করে তিনি স্কোরকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ধোনি ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন৷ দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ২ টি উইকেট নেন৷ আর নোৎর্জে, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নেন৷
আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক
এদিকে রান তাড়া করতে নেমে টলমল শুরু করে দিল্লি ক্যাপিটাল্সও৷ প্রথমেই ফিরে যান ওপেনার পৃথ্বী শ৷ তাঁর রান ১২ বলে ১৮৷ চালিয়ে খেললেও বড় রান করতে পারেননি তিনি৷ শ্রেয়স আইয়ার ৭ বলে ২, ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান, রিপল প্যাটেল ২০ বলে ১৮ রান করেন৷ দিল্লির ওপেনার শিখর ধাওয়ান অবশ্য লো স্কোরিং টার্গেট তাড়ার ক্ষেত্রে উইকেটের একদিক ধরে রেখেছিলেন৷ কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার৷
শেষবেলায় দিল্লির হেটমেয়ার বেশ খানিকটা চালিয়ে খেলে দলকে আবার হাড্ডাহাড্ডি ম্যাচে ফেরানোর চেষ্টা করেন৷ নিজের চেষ্টায় একেবারে সফল তিনি৷ এদিকে শেষ ওভারে ডয়েন ব্র্যাভোর বলে অক্ষর প্যাটেল আবার ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ হেটমেয়ার ১৮ বলে ২৮ রান করেন৷