TRENDING:

IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি

Last Updated:

IPL 2021: CSK vs DC: ঋষভ পন্থ বনাম মহেন্দ্র সিং ধোনি ম্যাচে কাঁটায় কাঁটায় লড়াই. মাত্র ২ বল বাকি থাকতে সিএসকে কে হারাল দিল্লি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই:  CSK vs DC ম্যাচ লো স্কোরিং হলেও দুবাইতে টানটান উত্তেজনায় ভরা হল IPL 2021 -র ৫০ তম ম্যাচ৷ জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৭ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৯.৪  ওভারে ৭  উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি ক্যাপিটাল্স (CSK vs DC) ৷ পাশাপাশি এই ম্যাচ জিতে আইপিএল ২০২১ -র (IPL 2021) পয়েন্ট টেবলে তারা এক নম্বরে পৌঁছে গেল৷
IPL 2021: CSK vs DC -Photo- File
IPL 2021: CSK vs DC -Photo- File
advertisement

আইপিএল ২০২১ (IPL 2021) সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে চেন্নাই সুপার কিংস৷ এদিনের ম্যাচ ছিল লো স্কোরিং৷ রতুরাজ, ফ্যাফ ডু প্লেসি, রবিন উত্থাপ্পা কেউই বড় স্কোর করতে পারেননি৷ ১৩ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রতুরাজ৷ অন্য ওপেনার ফ্যাফ ৮ বলে ১০ রান করেন৷ ফ্লপ সুরেশ রায়নার জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া রবিন উত্থাপ্পাও৷ তিনি ১৯ বলে ১৯ রান করেন৷

advertisement

ফ্লপ মইন আলিও৷ তিনিও মাত্র ৮ বলে ৫ রান করেন৷ এরপরে দলের হাল ধরেন অম্বাতি রায়ডু৷ ৪৩ বলে ৫৫ রান করে তিনি স্কোরকে একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যান৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ধোনি ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন৷ দিল্লির হয়ে অক্ষর প্যাটেল ২ টি উইকেট নেন৷ আর নোৎর্জে, আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন ১ টি করে উইকেট নেন৷

advertisement

আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক

এদিকে রান তাড়া করতে নেমে টলমল শুরু করে দিল্লি ক্যাপিটাল্সও৷ প্রথমেই ফিরে যান ওপেনার পৃথ্বী শ৷ তাঁর রান ১২ বলে ১৮৷ চালিয়ে খেললেও বড় রান করতে পারেননি তিনি৷ শ্রেয়স আইয়ার ৭ বলে ২, ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান, রিপল প্যাটেল ২০ বলে ১৮ রান করেন৷ দিল্লির ওপেনার শিখর ধাওয়ান অবশ্য লো স্কোরিং টার্গেট তাড়ার ক্ষেত্রে উইকেটের একদিক ধরে রেখেছিলেন৷ কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষবেলায় দিল্লির হেটমেয়ার বেশ খানিকটা চালিয়ে খেলে দলকে আবার হাড্ডাহাড্ডি ম্যাচে ফেরানোর চেষ্টা করেন৷ নিজের চেষ্টায় একেবারে সফল তিনি৷ এদিকে শেষ ওভারে ডয়েন ব্র্যাভোর বলে অক্ষর প্যাটেল আবার ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ হেটমেয়ার ১৮ বলে ২৮ রান করেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: CSK vs DC: চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের এক নম্বরে দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল