ঘরের মাঠে দিল্লিকে হারানোর পর মাঠেই সেলিব্রেশনে মাতেন কিংস ইলেভেন ক্রিকেটাররা থেকে শুরু করে টিম মালকিন প্রত্যেকেই ৷ বাউন্ডারি লাইনে ঢোল বাজিয়ে ক্রিকেটাররা ভাংড়া তো নাচলেনই ৷ তাঁদের সঙ্গ দিলেন খোদ কিংস ইলেভেন মালকিন প্রীতি জিন্টাও ৷ ম্যাচের নায়ক স্যাম কারানের সঙ্গে ভাংড়া নাচার পাশাপাশি তাঁকে জড়িয়েও ধরেন প্রীতি ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যাম বলেন, ‘‘ আমি প্রথমে বুঝতেই পারিনি যে হ্যাটট্রিক করেছি ৷ কারণ মাঠের দর্শকরা এতই চিৎকার করছিলেন, নিজেকেই শুনতে পারছিলাম না ৷ গত ছ’মাস ধরে অনেক খেটেছি ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির জন্য প্রচুর খাটে হয়েছে ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 11:04 AM IST