মুম্বইয়ের মাঠে কেকেআরের অতীত রেকর্ড একেবারেই ভাল নয় ৷ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৪ ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে ছ’বার। যার মধ্যে ওয়াংখেড়েতে ১০ বার মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে মাত্র এক বারই মাত্র জিতেছে কেকেআর। বাকী ৯ বারই হেরেছে শাহরুখ খানের দল ৷ আজ, রবিবার সেই রেকর্ড বদলাতে মরিয়া কেকেআর ৷ প্রথম একাদশেও কোনওরকম পরিবর্তন করতে স্বভাবতই চান না কার্তিকরা ৷ ওপেনিংয়ে লিন-শুভমান জুটি রানের মধ্যেই রয়েছেন ৷ এ ছাড়া মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা অ্যান্দ্রে রাসেল ৷ গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ মুম্বইকে হারিয়ে প্লে অফে যেতে তাই তাঁর দিকেই তাকিয়ে কেকেআর ৷
advertisement
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, নীতিশ রানা, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক ( অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, পীযূষ চাওলা, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার