এক মিনিটের মধ্যেই কেক খাওয়ানোর সেলফি সহ স্ত্রীকে দারুণ এক সার্টিফিকেট ৷ সব মিলিয়ে একেবারে পিকচার পারফেক্ট ৷
এরপর একের পর এক উইশ এসেই চলেছে সারা দিন ধরে ৷ পাশাপাশি নিজের নয়া রেজেলিউশনেও মন জিতে নিয়েছেন তাঁর ফ্যানদের ৷
তবে বার্থডে-র স্টার্টারটা যদি বিরাটের দেওয়া হয়, তাহলে ডেজার্টটা নিঃসন্দেহে দিলেন তাঁর খুব প্রিয় দেওর ৷ তিনি আর কেউ নন যুবরাজ সিং ৷
advertisement
আর পাঁচজন অনুষ্কাকে নাম ধরে ডাকলেও যুবি তাঁকে ডাকেন একটি ভারি মিষ্টি নামে ৷ তাঁর প্রিয় দেওরের দেওয়া সাধের নাম হল ‘রোজি ভাবি’৷
জন্মদিনের শুভেচ্ছার ট্যাগেও এই শব্দটিই ব্যবহার করেছেন কিংস ইলেভেন পঞ্জাবের এই ক্রিকেটার ৷ মাঠে খুব একটা ফর্মে নেই তিনি ৷ তবে তাঁর মিষ্টি উইশের ধরণে ফের একবার নিজের ফ্যানদের কাছে প্রিয় হয়ে উঠতেই পারেন ভারতীয় ক্রিকেটের এক সময়ের ফ্ল্যামবয়েন্ট তারকা ৷