টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের তিনি নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই তা নন তিনি ৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঋদ্ধির অসাধারণ ইনিংস দেখার পর এখন সীমিত ওভারের ক্রিকেটেও তাঁর ব্যাট থেকে আগুন ঝরানোর আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ উইকেটরক্ষক হিসেবে তিনি সেরা নিঃসন্দেহে ৷ এখন ব্যাটসম্যান ঋদ্ধিকে নিয়েও মেতে প্রত্যেকেই ৷
advertisement
আইপিএল আসন্ন ৷ এইসময় আইপিএল-কে ঘিরেই যাবতীয় ফোকাস ঋদ্ধির ৷ তিনি বলেন, ‘‘ নিজের কর্তব্যটা ঠিকঠাক পালন করে যেতে হবে ৷ টেস্টের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত রান করে যেতে হবে ৷ একজন ব্যাটসম্যানের সবসময় পারফর্ম করে যাওয়াটাই কাজ ৷ তবে কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নয় ৷ দলের প্রয়োজেন যে কোনও নম্বরেই মানিয়ে নিতে চাই ৷ ’’
যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে রবিবার ম্যাচ শেষে ঋদ্ধিমানের জবাব, ‘‘স্বপ্ন তো রয়েইছে। তবে আমার কর্তব্য আমাকে পালন করে যেতে হবে। টেস্টের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে যাব। বাকিটা নির্বাচকদের হাতে।’’
আইপিএলে নিজের ফর্ম ধরে রাখতে বদ্ধপরিকর ঋদ্ধিমান সাহা ৷ এ মাসের শেষেই আইপিএলের জন্য হায়দরাবাদ উড়ে যাবেন তিনি ৷ আইপিএলে ভাল খেলার ব্যাপারে আশাবাদী ঋদ্ধি নিজেও ৷