অনুষ্কা শর্মার সঙ্গে ব্রেকআপের পর নিজের ‘নার্ড’ লুকের ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ যা ভাইরাল হয়েছিল ৷
advertisement
তারপর থেকে নিয়মিতই নিজের বিভিন্ন রকমের চশমা পরা ছবি তিনি আপলোড করে নেন ৷
এবার আইপিএলে ধাক্কা খাওয়া দলের পারফরম্যান্সের পর ফের নয়া চশমায় সেলফি পোস্ট ৷ ফ্রেমটা বেশ রেট্রো স্টাইলে ৷ গোল গোল ফ্রেমের চশমা যেমনটা দেখা যেত মহাত্মা গান্ধী বা সুভাষ চন্দ্র বসুদের চোখে অনেকটাই সেই ঢঙের নয়া ফ্রেমে নিজেকে দেখে নিচ্ছেন কোহলি ৷