TRENDING:

‘হেরো’ দলের অধিনায়ক বিরাট বেছে নিলেন এই আইপিএলের সবচেয়ে শক্তিশালীদের

Last Updated:

অধিনায়ক কোহলি অবশ্য আর দলের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে তাঁর নজরে এই আইপিএলের সবচেয়ে বড় গাঁঠ দলকে বেছে নিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: এই আইপিএলের ধারাবাহিক ব্যর্থ দলের তকমা তাঁদের গায়ে সেঁটে গেছে ৷ শব্দ না লিখলেও অসুবিধা হওয়ার কথা নয় বুঝতে, যে এটা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ১০ ম্যাচের মাত্র ৩ টি জিতেছে তারা ৷ সোমবারও জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়েও হারতে হয়েছে তাদের ৷
advertisement

এরপর অধিনায়ক কোহলি অবশ্য আর দলের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে তাঁর নজরে এই আইপিএলের সবচেয়ে বড় গাঁঠ দলকে বেছে নিয়েছেন ৷

ক্যাপ্টেন কোহলির মতে সানরাইজার্স হায়দরাবাদ এ মরশুমের আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল ৷ তিনি বলেছেন, ‘‘সানরাইজার্স দলে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা চাপের মুখে ভালো পারফর্ম করতে পারেন ৷ এই মরশুমে এটাই তাঁদের ট্রেন্ড ৷ ওঁরা ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে ৷ তার জন্যে ওঁরা সফল হচ্ছে ৷ বোলিংয়ের দিক থেকেও সানরাইজার্স শক্তিশালী দল ৷ তবে সব দিক থেকে বিচার করলে কিংস ইলেভেন , সিএসকেও শক্তিশালী ৷’’

advertisement

এছাড়াও তিনি আরও বলেছেন , ‘‘এই ম্যাচটা যেভাবে গেছে তাতে আমাদের হারাই উচিত ৷ খেলায় সঠিক প্রয়োগ দেখাতে পারেনি ৷ যে সব সময়ে আমরা যে শটগুলি খেলেছি সেগুলো খেলা উচিত হয়নি ৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে সার্বিক ধারাবাহিকতাহীণতায় ভুগলে এখনও আইপিএলের প্লে অফে অঙ্কের বিচারে পৌঁছনোর সুযোগ রয়েছে আরসিবি-র সামনে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘হেরো’ দলের অধিনায়ক বিরাট বেছে নিলেন এই আইপিএলের সবচেয়ে শক্তিশালীদের