এরপর অধিনায়ক কোহলি অবশ্য আর দলের ক্রিকেটারদের দিকে আঙুল না তুলে তাঁর নজরে এই আইপিএলের সবচেয়ে বড় গাঁঠ দলকে বেছে নিয়েছেন ৷
ক্যাপ্টেন কোহলির মতে সানরাইজার্স হায়দরাবাদ এ মরশুমের আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল ৷ তিনি বলেছেন, ‘‘সানরাইজার্স দলে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা চাপের মুখে ভালো পারফর্ম করতে পারেন ৷ এই মরশুমে এটাই তাঁদের ট্রেন্ড ৷ ওঁরা ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে ৷ তার জন্যে ওঁরা সফল হচ্ছে ৷ বোলিংয়ের দিক থেকেও সানরাইজার্স শক্তিশালী দল ৷ তবে সব দিক থেকে বিচার করলে কিংস ইলেভেন , সিএসকেও শক্তিশালী ৷’’
advertisement
এছাড়াও তিনি আরও বলেছেন , ‘‘এই ম্যাচটা যেভাবে গেছে তাতে আমাদের হারাই উচিত ৷ খেলায় সঠিক প্রয়োগ দেখাতে পারেনি ৷ যে সব সময়ে আমরা যে শটগুলি খেলেছি সেগুলো খেলা উচিত হয়নি ৷ ’’
এদিকে সার্বিক ধারাবাহিকতাহীণতায় ভুগলে এখনও আইপিএলের প্লে অফে অঙ্কের বিচারে পৌঁছনোর সুযোগ রয়েছে আরসিবি-র সামনে ৷