মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৪৬ রানে হেরে যায় বিরাটের আরসিবি৷ এদিকে এদিন দুরন্ত ইনিংস খেলেন পরাজিত অধিনায়ক বিরাট কোহলি৷ তিনি মাত্র ৬২ বলে ৯২ রান করেন৷ এরই সুবাদে এ মরশুমের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার এক নম্বরে বিরাট৷ চার ম্যাচে তাঁর রান ২০১৷ ফলে অরেঞ্জ ক্যাপের মালিক হন আরসিবি অধিনায়ক৷ কিন্তু তিনি না বলে দিয়েছেন৷
advertisement
আসলে আবেগপ্রবণ বিরাটের লড়াই তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করলেও দলকে জয় ছিনিয়ে এনে দিতে পারেননি৷ আর সেটাই ভালো লাগেনি তাঁর৷
বিরাট বলেছেন, ‘‘আমি সত্যিই এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ পড়তে চাই না৷ মুম্বই সত্যিই দারুণ খেলেছে আমরা কোনও সুযোগ পাইনি৷ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আসলে কোনও ভয়ডর থাকে না খেলায়৷ আমরা চেষ্টা করেও খেলায় ফিরতে পারিনি৷’’
এদিন মুম্বইয়ের ইনিংস চলাকালীন আবেগের বশবর্তী হয়ে আম্পায়রের সঙ্গেও উত্তেজিত বাক্য বিনিময় করেছিলেন বিরাট কোহলি৷ টুইটেও ভাইরাল সেই ছবি৷