TRENDING:

বিরাটের বার্তা চাঙ্গা করে দিচ্ছে আরসিবিকে, সোশ্যাল মিডিয়ায় সরব অধিনায়ক

Last Updated:

টেবলে হয়ত অবস্থান এখন সাত নম্বরে, কিন্তু পরপর যেভাবে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ জিতছে তাতে আইপিএল প্লে অফের শিকে ছিঁড়তেও পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টেবলে হয়ত অবস্থান এখন সাত নম্বরে, কিন্তু পরপর যেভাবে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ জিতছে তাতে আইপিএল প্লে অফের শিকে ছিঁড়তেও পারে ৷
advertisement

আর এই ভাবনা ভেবেই দারুণ খুশ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷ ১২ ম্যাচে আরসিবি-র পয়েন্ট ১০ ৷ হাতে এখনও দুটি ম্যাচ একটি ম্যাচে প্রতিপক্ষ প্লে অফ নিশ্চিত করে ফেলা সানরাইজার্স হায়দরাবাদ ও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ৷ অজিঙ্ক দল এখনও আইপিএল প্লে অফের আশায় লড়ছে ৷

এই দুটি ম্যাচ জিততে পারলে বিরাটের দলের পয়েন্ট হবে ১৪ ৷ ফলে অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলি –র জয় হারের ওপর তাদের শেষ চারে পৌঁছে যাওয়ার একটা সুযোগ পাবে ৷

advertisement

এর আগে বিরাট দলের খারাপ পারফরম্যান্সের সময় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ আর কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারানোর পর নিজের ছেলেদের সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করলেন ৷

বিরাট বলেছেন, ‘‘আমাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে ৷ আমাদের রানরেট ভালোই আছে ৷ এর চেয়ে ভালো ক্লিনিক্যাল পারফরম্যান্স আশা করা যায় না ৷ কোনও নেগেটিভ পয়েন্ট নেই, আমাদের জন্য একটা পারফেক্ট পারফরম্যান্স ৷ ’’

advertisement

আর নিজের পোস্টের ট্যাগ লাইনে বিরাট লিখেছেন সামনে এগোন ও ওপরে ওঠা শুরু এখান থেকে ৷ আমাদের বোলারদের নিয়ে আমি গর্বিত ৷ এবার পরের ম্যাচের জন্য ঘরে ফেরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Photo Courtesy: Virat Kohli Instagram

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের বার্তা চাঙ্গা করে দিচ্ছে আরসিবিকে, সোশ্যাল মিডিয়ায় সরব অধিনায়ক