TRENDING:

কার্তিক-পার্থিবের সঙ্গে চ্যালেঞ্জ নেই, আইপিএলে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই: ঋদ্ধি

Last Updated:

বাগানের জার্সিতে জেসি মুখার্জির ম্যাচ খেলে আইপিএলের প্রস্তুতি শুরু করছেন দুই বঙ্গ ক্রিকেটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএলের আগে মোহনবাগানের অনুশীলনে ঋদ্ধি-মনোজ। বাগানের জার্সিতে জেসি মুখার্জির ম্যাচ খেলে আইপিএলের প্রস্তুতি শুরু করছেন দুই বঙ্গ ক্রিকেটার। বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তাঁরা। এবারের আইপিএলে কিংস ইলেভেনের মেন্টর সেহওয়াগের পরামর্শ নিতে মুখিয়ে বঙ্গ অধিনায়ক। ব্যাটিং-ফিল্ডিংয়ের সঙ্গে বোলিংয়ে জোর দিচ্ছেন মনোজ। অধিনায়ক অশ্বিনের থেকেও বোলিং নিয়ে পরামর্শ নিতে চান। এদিকে আইপিএলের নিজের স্বাভাবিক খেলায় জোর দিচ্ছেন ঋদ্ধি। কার্তিক, পার্থিবদের সঙ্গে চ্যালেঞ্জ মানতে নারাজ পাপালি।
advertisement

অনুশীলনের পরে মনোজ তিওয়ারি এদিন বলেন, দলে জায়গা পেতে যে তাঁকে লড়াই করতে হবে, সেটা তাঁরা জানা। তাই কার্যকারিতা বাড়াতে নিয়মিত বোলিং করে যেতে হবে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছি। তৈরি হয়েই যাচ্ছি। এ বার টিম ম্যানেজমেন্ট কি কম্বিনেশন চায়, দেখা যাক।’’ ঋদ্ধির আবার ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা রয়েছে ৷ ব্যাটিং অর্ডারের ঘনঘন পরিবর্তন হলে তাঁর সমস্যা হয় বলেই জানিয়েছেন ঋদ্ধিমান ৷ এক এক ম্যাচে একরকম ব্যাটিং অর্ডার হলে খেলায় সমস্যা হয় বলেই জানিয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
কার্তিক-পার্থিবের সঙ্গে চ্যালেঞ্জ নেই, আইপিএলে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই: ঋদ্ধি