TRENDING:

রশিদই হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের বিরুদ্ধে গেমচেঞ্জার, ভরসা রাখছে হায়দরাবাদ

Last Updated:

রবিবাসরীয় ওয়াংখেড়েতে আইপিএলের মেগা ফাইনালের আসর ৷ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  রবিবাসরীয় ওয়াংখেড়েতে আইপিএলের মেগা ফাইনালের আসর ৷ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷ মিলিয়ন ডলার ক্রিকেট একমাস ধরে সব ক্রিকেটপ্রেমী দর্শকের মন জয় করে রেখেছে ৷ এবার তারই শেষ ধাপ ৷
advertisement

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে ৷ কিন্তু সেই পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামতে রাজি নয় কেন উইলিয়ামসনের ছেলেরা ৷ এদিনের ম্যাচে তাঁদের গেমের নিউক্লিয়াস হতে চলেছেন আফগান স্পিনার রশিদ খান ৷

বিশেষত দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যাট ও বল হাতে যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে মুম্বইতে তিনিও হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার ৷ ১০ বলে ৩৪ রান করেছিলেন রশিদ খান অন্যদিকে বল হাতে নিয়েছিলেন ৩ টি উইকেট ৷

advertisement

আরও পড়ুন - রিয়ালের অনন্য নজির, ব্রাত্য বেল-এর জোড়া গোলে লিভারপুল বধ, দেখুন ভিডিও

অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন , ‘‘ ও আমাদের জন্য গোটা মরশুমে দারুণ পারফর্ম করেছে ৷ এখন ফোকাস শুধু ফাইনাল ৷ ’’

শুধু অধিনায়ক উইলিয়ামসনই নন, সচিন তেন্ডুলকরের সার্টিফিকেটও পেয়ে গেছেন ১৯ বছরের রশিদ খান ৷ সচিন বলেছেন , ‘‘ বলতে কোনও দ্বিধা নেই, এই ফর্মাটে ও পৃথিবীর সেরা স্পিনার ৷ পাশাপাশি ও ব্যাটটাও করতে পারে ৷’’

advertisement

পুরো আইপিএল মরশুমেই তাঁর স্পিনের ঘূর্ণিতে বিপক্ষককে মাত করেছেন রশিদ খান তা বলে দিচ্ছে পরিসংখ্যানই ৷ পার্পল ক্যাপের দৌড়ের তালিকায় তিনি রয়েছেন দু‘ নম্বরে ৷ তাঁর সামনে কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷ রশিদের ঝোলায় ১৬ ম্যাচে ২১ উইকেট তাঁর  ঝোলায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফাইনালে গেমচেঞ্জার হয়ে উঠতে হায়দরাবাদকে দ্বিতীয়বারের জন্য আইপিএল খেতাব জেতাতে হলে রবিবার তাঁর ঘূর্ণিতে দাপট দেখাতেই হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রশিদই হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের বিরুদ্ধে গেমচেঞ্জার, ভরসা রাখছে হায়দরাবাদ