TRENDING:

রশিদই হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের বিরুদ্ধে গেমচেঞ্জার, ভরসা রাখছে হায়দরাবাদ

Last Updated:

রবিবাসরীয় ওয়াংখেড়েতে আইপিএলের মেগা ফাইনালের আসর ৷ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  রবিবাসরীয় ওয়াংখেড়েতে আইপিএলের মেগা ফাইনালের আসর ৷ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷ মিলিয়ন ডলার ক্রিকেট একমাস ধরে সব ক্রিকেটপ্রেমী দর্শকের মন জয় করে রেখেছে ৷ এবার তারই শেষ ধাপ ৷
advertisement

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে ৷ কিন্তু সেই পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামতে রাজি নয় কেন উইলিয়ামসনের ছেলেরা ৷ এদিনের ম্যাচে তাঁদের গেমের নিউক্লিয়াস হতে চলেছেন আফগান স্পিনার রশিদ খান ৷

বিশেষত দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যাট ও বল হাতে যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে মুম্বইতে তিনিও হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার ৷ ১০ বলে ৩৪ রান করেছিলেন রশিদ খান অন্যদিকে বল হাতে নিয়েছিলেন ৩ টি উইকেট ৷

advertisement

আরও পড়ুন - রিয়ালের অনন্য নজির, ব্রাত্য বেল-এর জোড়া গোলে লিভারপুল বধ, দেখুন ভিডিও

অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন , ‘‘ ও আমাদের জন্য গোটা মরশুমে দারুণ পারফর্ম করেছে ৷ এখন ফোকাস শুধু ফাইনাল ৷ ’’

শুধু অধিনায়ক উইলিয়ামসনই নন, সচিন তেন্ডুলকরের সার্টিফিকেটও পেয়ে গেছেন ১৯ বছরের রশিদ খান ৷ সচিন বলেছেন , ‘‘ বলতে কোনও দ্বিধা নেই, এই ফর্মাটে ও পৃথিবীর সেরা স্পিনার ৷ পাশাপাশি ও ব্যাটটাও করতে পারে ৷’’

advertisement

পুরো আইপিএল মরশুমেই তাঁর স্পিনের ঘূর্ণিতে বিপক্ষককে মাত করেছেন রশিদ খান তা বলে দিচ্ছে পরিসংখ্যানই ৷ পার্পল ক্যাপের দৌড়ের তালিকায় তিনি রয়েছেন দু‘ নম্বরে ৷ তাঁর সামনে কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷ রশিদের ঝোলায় ১৬ ম্যাচে ২১ উইকেট তাঁর  ঝোলায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

ফাইনালে গেমচেঞ্জার হয়ে উঠতে হায়দরাবাদকে দ্বিতীয়বারের জন্য আইপিএল খেতাব জেতাতে হলে রবিবার তাঁর ঘূর্ণিতে দাপট দেখাতেই হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রশিদই হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের বিরুদ্ধে গেমচেঞ্জার, ভরসা রাখছে হায়দরাবাদ