গৌতম গম্ভীর অন্যত্র চলে যাওয়ার পর এখন নাইটদের দায়িত্বে দীনেশ কার্তিক ৷ অধিনায়ক হিসেবে কার্তিকের সঙ্গে সেভাবে পরিচিত নন দেশের ক্রিকেটপ্রেমীরা ৷ কেকেআর অধিনায়ক কোনও তারকাও নন ৷ তাই সেদিক থেকে দেখতে গেলে এই নতুন কেকেআর-কে আমজনতা কীভাবে নেয়, সেটাই দেখার ৷ ইডেনে প্রথম ম্যাচ জেতার পর মুম্বই ফিরে যাওয়ার আগে কলকাতার দর্শকদের জন্য বিশেষ একটি বার্তাও দিয়ে গিয়েছেন কেকেআর বাদশা শাহরুখ খান ৷ তিনি বলেন, ‘‘ কলকাতা এবং বাংলার মানুষদের বলছি, আমাদের কাজ হল দীনেশ কার্তিককে এই নতুন পরিবেশে খুশি রাখা। যে দায়িত্ব কার্তিককে দেওয়া হয়েছে, তা পালন করতে ও প্রস্তুত। আশা করছি, ও সফলও হবে। কিন্তু সবচেয়ে আগে আমাদের দীনেশের পাশে দাঁড়াতে হবে।’’
advertisement
গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর ৷ তাই সমর্থকদের পক্ষে তাঁকে রাতারাতি ভুলে যাওয়াটা হয়তো কঠিন ৷ কিন্তু নতুন অধিনায়ককে যত তাড়াতাড়ি কলকাতার মানুষ মেনে নেবেন, ততোই ভাল বলে মনে করেন কিং খান ৷ তিনি বলেন, ‘‘ কার্তিক এবং গৌতম দু’জনেই খুব ধীর, স্থির ছেলে। গৌতম দলের জন্য যা করেছে, তা অতুলনীয়। ওকে কী ভাবে ধন্যবাদ দেব, জানি না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছিলাম। এ বার আমরা একটু অন্য ভাবে দল গঠনের কথা ভেবেছি। আমরা এবছর সব নতুন করে করব বলে ঠিক করেই রেখেছিলাম ৷ আগেও সেটা আমরা করেছি ৷ তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য ৷ ’’