এবারের আইপিএলে শুক্রবার দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে যে ক্রিকেটটা খেললেন আঠারো বছরের পৃথ্বী তাকে কুর্নিশ করছে ক্রিকেট ফ্যান থেকে ক্রিকেট বোদ্ধা সকলেই ৷ ১৮ বছরের পৃথ্বী শ শুক্রবার এবারের আইপিএলে নতুন এক নজিরও গড়েছেন ৷ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিলএ অর্ধশতরান করেছেন তিনি ৷ এছাড়াও নজর কেড়েছে তাঁর একটি ছয় মারা ৷
advertisement
মাহির ট্রেডমার্ক হেলিকপ্টার শট ৷ ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি ও হেলিকপ্টার শট সমার্থক ৷ এবার সেই মাহির ঢঙেই শট মেরেছেন পৃথ্বী ৷ নেটিজেনদের আলোচনায় এখন তাই দু’জনের তুলনা ৷ রীতিমতো গর্বিত সকলে পার্থিব শ –র এই শট সিলেকশনে ৷ তাহলে কী শুধু ‘গুরু’ সচিনকেই অনুসরণ করেন না পার্থিব ৷ তাঁর ক্রিকেটবুককে সমৃদ্ধ করতে সকলের থেকে সেরাটা তুলে নিচ্ছেন তিনি ৷