TRENDING:

পৃথ্বী-র হেলিকপ্টার বাজারে হিট, ধোনির ছায়া দেখাচ্ছেন তিনি,দেখুন ভিডিও

Last Updated:

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ ৷ তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে রীতিমতো আশাবাদী ভারতীয় ক্রিকেট মহল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ ৷ তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে রীতিমতো আশাবাদী ভারতীয় ক্রিকেট মহল ৷ এমনকি তাঁকে সচিন তেন্ডুলকরের উত্তরসূরী হিসেবেও দেখা হয় ৷
advertisement

এবারের আইপিএলে শুক্রবার দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে যে ক্রিকেটটা খেললেন আঠারো বছরের পৃথ্বী তাকে কুর্নিশ করছে ক্রিকেট ফ্যান থেকে ক্রিকেট বোদ্ধা সকলেই ৷ ১৮ বছরের  পৃথ্বী শ শুক্রবার এবারের আইপিএলে নতুন এক নজিরও গড়েছেন ৷ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিলএ অর্ধশতরান করেছেন তিনি ৷ এছাড়াও নজর কেড়েছে তাঁর একটি ছয় মারা ৷

advertisement

Pathiv Shaw’s helicopter shot is being compared with Mahendra Singh Dhoni’s style -Photo Courtesy: Youtube

মাহির ট্রেডমার্ক হেলিকপ্টার শট ৷ ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি ও হেলিকপ্টার শট সমার্থক ৷ এবার সেই মাহির ঢঙেই শট মেরেছেন পৃথ্বী ৷ নেটিজেনদের আলোচনায় এখন তাই দু’জনের তুলনা ৷ রীতিমতো গর্বিত সকলে পার্থিব শ –র এই শট সিলেকশনে ৷ তাহলে কী শুধু ‘গুরু’ সচিনকেই অনুসরণ করেন না পার্থিব ৷ তাঁর ক্রিকেটবুককে সমৃদ্ধ করতে সকলের থেকে সেরাটা তুলে নিচ্ছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পৃথ্বী-র হেলিকপ্টার বাজারে হিট, ধোনির ছায়া দেখাচ্ছেন তিনি,দেখুন ভিডিও