৪ মরশুম বাদে আবার এই মরশুমে ৪০০ –র বেশি রানের সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷ পাশাপাশি প্রথম মরশুমে অর্থাৎ ২০০৮ সালের আইপিএলে ১৬ ম্যাচে সর্বাধিক ৪১৪ রান করেছেন ৷ সেই সর্বাধিক রানের মাইলস্টোন টপকাতে তাঁর প্রয়োজন ৬৯ রান ৷ মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানের ইনিংস ধোনির আইপিএলের সবচেয়ে বেশি রান ৷ পাশাপাশি স্ট্রাইকরেট ও ব্যাটিং গড়েও এটা সেরা মরশুম মাহির ৷
advertisement
এ মরশুমের আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্ট্রাইকরেট সবচেয়ে বেশি ৷ গড় ৬১.০০ ও স্ট্রাইকরেট ১৫৮.৪৪ ৷
ধোনি এ মরশুমে দারুণ ফর্মে রয়েছেন ৷ বেশ কয়েক মরশুম ধরে ধোনির উইকেটে সেট হতে যে খানিকটা সময় লাগত, ১০-১৫ বলের পর ধোনি-র ধামাকা শুরু হত ৷ এখন যেন এ ধোনি সে ধোনি নন ৷ এখন ধোনির ৬ মারার যা গড় তাতে প্রথম ১০ ডেলিভারির মধ্যেই ছক্কা হাঁকাচ্ছেন মাহি ৷