TRENDING:

আইপিএলে শুরু হচ্ছে মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো, কী হতে চলেছে বুঝে নিন

Last Updated:

অকশন উইন্ডো খোলা থাকবে ২৮ তম ম্যাচ থেকে ৪২ তম ম্যাচ অবধি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  আইপিএল ১১ মরশুমে আরও পাঁচটা নয়া জিনিসের মতো আরও একটা নয়া ফান্ডা ৷ তাহল মাঝ মরশুমের দল বদল ৷ এই প্রথমবারের জন্য ‘জেন্টলসম্যান গেমে’- ফ্রাঞ্চাইজি নতুন প্লেয়ার নিতে পারবে ৷ প্রয়োজন হলে প্লেয়ারদের ছেড়েও দিতে পারবে তারা ৷ অকশন উইন্ডো খোলা থাকবে ২৮ তম ম্যাচ থেকে ৪২ তম ম্যাচ অবধি ৷
advertisement

বিসিসিআই আধিকারিক জানিয়েছেন ফুটবলে যেরকম ভাবে মরশুমের মধ্যেও দলে নতুন প্লেয়ার আসেন বা তাঁদের দল থেকে ছেঁটে ফেলা হয় ঠিক সেটাই এবার করতে পারবেন আইপিএল ফ্রাঞ্চাইজিরা ৷ বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘এতে একটা টুইস্ট থাকবে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি তরুণ ক্রিকেটারদের নিয়েছেন যাঁদের হয়ত তাঁরা খেলাননি ৷ অন্যদিকে কোনও ফ্রাঞ্চাইজি হয়ত নামি-দামি প্লেয়ার নিয়েছেন যাঁরা পারফর্ম করতে পারছেন না , সেক্ষেত্রে তাঁরা সেই তরুণদের খেলাতে পারবেন ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও টেবলের ওপরের দিকে যে দলগুলি রয়েছে তারা অবশ্য নিজেদের সেট কম্বিনেশনে বিশেষ পরিবর্তন আনতে চাইবেন বলে মনে হয় না ৷ বরং যারা টেবলের নিচের দিকে রয়েছে তারাই এই ট্রান্সফার উইন্ডো থেকে দলে পরিবর্তন করে আইপিএলে ভাগ্য পরিবর্তেনর লক্ষ্যে ঝাঁপাবেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে শুরু হচ্ছে মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো, কী হতে চলেছে বুঝে নিন