বিসিসিআই আধিকারিক জানিয়েছেন ফুটবলে যেরকম ভাবে মরশুমের মধ্যেও দলে নতুন প্লেয়ার আসেন বা তাঁদের দল থেকে ছেঁটে ফেলা হয় ঠিক সেটাই এবার করতে পারবেন আইপিএল ফ্রাঞ্চাইজিরা ৷ বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘এতে একটা টুইস্ট থাকবে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি তরুণ ক্রিকেটারদের নিয়েছেন যাঁদের হয়ত তাঁরা খেলাননি ৷ অন্যদিকে কোনও ফ্রাঞ্চাইজি হয়ত নামি-দামি প্লেয়ার নিয়েছেন যাঁরা পারফর্ম করতে পারছেন না , সেক্ষেত্রে তাঁরা সেই তরুণদের খেলাতে পারবেন ৷ ’’
advertisement
যদিও টেবলের ওপরের দিকে যে দলগুলি রয়েছে তারা অবশ্য নিজেদের সেট কম্বিনেশনে বিশেষ পরিবর্তন আনতে চাইবেন বলে মনে হয় না ৷ বরং যারা টেবলের নিচের দিকে রয়েছে তারাই এই ট্রান্সফার উইন্ডো থেকে দলে পরিবর্তন করে আইপিএলে ভাগ্য পরিবর্তেনর লক্ষ্যে ঝাঁপাবেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2018 6:03 PM IST