আরও পড়ুন- আতঙ্কের মুম্বই নয়, বুধবার ইডেনে রাজস্থানের সঙ্গে এলিমিনেটরের লড়াই নাইটদের
সানরাইজার্সকে হারিয়ে কেকেআর প্লে অফে ওঠার পর মুখ্যমন্ত্রীর টুইট- ‘‘ওয়েল ডান কেকেআর ও শাহরুখ খান। প্লে অফে ওঠার জন্য শুভেচ্ছা।’’
প্লে অফে ওঠার পথ একেবারেই সহজ ছিল না কেকেআরের ৷ শনিবার হায়দরাবাদের কাছে কার্তিকরা হেরে গেলে নেট রান রেটের অঙ্ক সামনে চলে আসত ৷ সেক্ষেত্রে প্লে অফে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ত নাইটদের ৷ তবে লিগ টেবলে শীর্ষে থাকা সানরাইজার্সকে হারিয়েই প্লে অফ পাকা করে কেকেআর ৷ ১৭৩ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় কার্তিক ব্রিগেড ৷
আইপিএলে এর আগে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল ৷ দু’বারই নাইটদের জয়োৎসব পালন হয়েছে ইডেনে ৷ শহরের রাস্তায় ক্রিকেটারদের নিয়ে ট্যাবলোও বেরিয়েছে ৷ এবছর কার্তিকরা চ্যাম্পিয়ন হলেও রাজ্য সরকারের উদ্যোগে একই রকম বিজয়োৎসব পালন হতে পারে কলকাতায় বলে মনে করা হচ্ছে ৷